Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে খেলতেও ফিটনেস টেস্ট দিতে হবে


১৭ অক্টোবর ২০১৯ ২০:৪৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ২১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ফটো

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমে খেলতে প্রতিটি ক্রিকেটারকেই ফিটনেস পরীক্ষায় পাশ করতে হয়েছে। একই নিয়ম বলবৎ থাকছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে মর্যাদার এই আসরে খেলতে হলে ক্রিকেটারদের বিপ টেস্টে পাশের কোন বিকল্পই নেই। তবে প্রিমিয়ার লিগে বিপের পরিমাণ বাড়ানো হবে।

ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের নুন্যতম মানদণ্ড ঠিক রাখতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত মৌসুম থেকে প্লেয়ারদের বিপ টেস্ট প্রচলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যে ধারাবাহিকতা এবারও দেখা গিয়েছিল। তবে গেল মৌসুমের চাইতে এবার বিপের পরিমাণ বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ মৌসুমে নুণ্যতম বিপ ৯ ধার্য করা হলেও এবার তা উন্নীত করা হয়েছে ১১তে। কিন্তু প্রিমিয়ার লিগে তা আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আগামী মৌসুমে বোর্ড আরও কঠোর হবে ফিটনেস নিয়ে। সেটির বার্তাও জানানো হবে যথেষ্ট সময় আগেই। আমরা যে ফিটনেস লেভেল দিয়েছি আমি বলেছি সামনের বছর আমরা এটা আরেকটু বাড়াতে চাই এবং এটা আগেই জানিয়ে দিতে চাই। এবার যেমন শেষ মুহূর্তে থাকায় অনেকের আপত্তি ছিল, আমি বলেছি আগে থেকে জানিয়ে দিতে, যেন সবাই এক বছর আগেই জানে। আমাদের যে প্রিমিয়ার লিগ আছে, সেটাতেও কিন্তু এই ফিটনেস টেস্ট পাশ করে আসতে হবে।”

এবারের জাতীয় লিগের আগে ঢাকাসহ বিপ টেস্ট হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় সদরে। কিন্তু প্রশ্ন উঠেছে সেখানে পরীক্ষা সঠিক প্রক্রিয়া অবলম্বন করে নেওয়া হয়েছে কি না। সঙ্গত কারণেই আগামি মৌসুমে প্রতিটি বিভাগের ক্রিকেটারের বিপ টেস্ট ঢাকায় নেওয়ার কথা জানালেন বিসিবি বস।

‘আজকে বসে ঠিক করেছি, ফিটনেস টেস্ট সব ঢাকায় হবে। বাইরে থেকে করলে হবে না। এখানে এসে সবাইকে একই জায়গায় টেস্ট দিতে হবে। সময় আছে তাদের উন্নতি করার এবং এটা করা উচিত।’

নাজমুল হাসান পাপন প্রিমিয়ার লিগ ফিটনেস টেস্ট বিপ টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর