পাকিস্তানের টেস্ট, টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারালেন সরফরাজ
১৮ অক্টোবর ২০১৯ ১৫:২৩
পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেরই অধিনায়কত্বের দায়িত্ব বেশ কিছুদিন ধরেই ছিল সরফরাজ আহমেদের কাঁধে। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে পাকিস্তানের। আর ঠিক তার আগেই সাদা পোশাকের অধিনায়কত্ব হারালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কেবল সাদা পোষাকেরই নয়, সেই সাথে টি-টোয়েন্টি দলেরও অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো সরফরাজের কাছ থেকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই সরফরাজ আহমেদের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আজহার আলী। আর অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছেবাবর আজমের কাঁধে। কেবল অধিনায়কত্ব থেকেই অব্যাহতি দেওয়া হয়নি সরফরাজকে সামনের টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়তে হতে পারে দীর্ঘ সময় ধরে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সরফরাজ।
সম্প্রতি ১২ বছর পর নিজ দেশে ক্রিকেট ফিরেছে পাকিস্তানের, শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাইয়ের শিকার হতে হয়েছে স্বাগতিকদের। আর এছাড়াও বেশ কিছু দিন ধরেই পাকিস্তানি অধিনায়কের ব্যাটে চলছিল রানের ভাটা। পাকিস্তানের নতুন প্রধান কোচ এবং সেই সাথে প্রধান নির্বাচক মিসবাহ উল হক কিছুতে সরফরাজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছিলেন না। আর তাই তো দল থেকে বাদ দেওয়ার আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন সরফরাজকে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে শিরোপা এনে দিয়েছিলেন সরফরাজ আহমেদ। সেই থেকে পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সরফরাজকে। তার অধীনেই পাকিস্তান টি-টোয়েন্টির বিশ্ব র্যাংকিংয়ে উঠেছিল শীর্ষে। পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে ১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। এর মধ্যে আটটি টেস্টেই হেরেছে পাকিস্তান, জিতেছে মাত্র চারটিতে আর ড্র হয়েছে বাকি একটি ম্যাচ। তবে সরফরাজ ওয়ানডে অধিনায়ক হিসেবে চালিয়ে যাবেন কি না সেটি নিয়ে কিছু বলেনি পিসিবি।
অধিনায়কত্ব হারিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজম মিসবাহ উল হক সরফরাজ আহমেদ