Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের পর্দা উঠছে শনিবার


১৮ অক্টোবর ২০১৯ ২১:১৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বহুল প্রতীক্ষিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের পর্দা ওঠার অপেক্ষায় বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। দীর্ঘদিন পর এই মাঠে সাড়া জাগানো একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজক চট্টগ্রাম আবাহনী ও চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ টুর্নামেন্টের। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হুইপ সামশুল হক চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মিডিয়া কমিটির আহ্বায়ক চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

র‌্যালি শুরুর আগে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, ‘এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এখানে ৮টি দলে পৃথিবীর ২০টি দেশের ফুটবলার আছেন। তাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এ টুর্নামেন্ট বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে যাবে।’

আয়োজনকে সফল করতে সাংবাদিকের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমার প্রত্যাশা হবে সবাই যেন মাঠে আসে। শুধু দূর থেকে, টিভির সামনে বসে ভালোবাসলে হবে না। মাঠে এসে সমর্থন দিতে হবে। শেখ কামালের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে যদি সকলে মাঠে আসে।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়করা। এসময় তারা নিজেদের দলের শক্তি সামর্থ্যের কথা তুলে ধরে খেলায় ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। দলগুলোর মধ্যে আছে চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর