নিজেদের মাঠে চেলসির জয়, টটেনহ্যামের হোঁচট
১৯ অক্টোবর ২০১৯ ২২:৩৬
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে জিতেছে চেলসি। নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। এদিকে, নিজেদের মাঠে ওয়াটফোর্ডকে আতিথ্য জানিয়ে হারতে হারতে কোনোমতে ড্র করেছে টটেনহ্যাম।
ম্যাচের ৭৩ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন মার্কো অলোনসো। অথচ শুরু থেকেই নিউক্যাসেলকে চেপে ধরেছিল স্বাগতিকরা। নিজেদের দখলে চেলসি ৭২ শতাংশ বল রাখলেও স্কোর বাড়াতে ব্যর্থ হয়েছে। নিজেদের মধ্যে ৬৩৪ বার বল আদান-প্রদান আর ১৬টি শটেও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা ব্যবধান বাড়াতে পারেনি।
এদিকে, নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে টটেনহ্যাম। ওয়াটফোর্ডের আবদুলায়ের গোলে অতিথিরা ১-০ তে এগিয়ে বিরতিতে যায়। ৮৬ মিনিটে দেলে আলির গোলে সমতায় ফেরে স্বাগতিক টটেনহ্যাম।
এ রিপোর্ট লেখা অবধি, ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট পাওয়া লিভারপুল। লিচেস্টার সিটি ৯ ম্যাচ খেলে পেয়েছে ১৭ পয়েন্ট, অবস্থান দুইয়ে। চেলসি জয় পাওয়ায় তিন নম্বরে উঠেছে, ব্লুজদের ৯ ম্যাচে সংগ্রহ ১৭ পয়েন্ট। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি, ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। ছয়ে থাকা ক্রিস্টাল প্যালেস ৮ ম্যাচে সংগ্রহ করেছে ১৪ পয়েন্ট। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে টটেনহ্যাম।