মায়োর্কার কাছে হেরে শীর্ষস্থান খোয়ালো রিয়াল
২০ অক্টোবর ২০১৯ ০৯:৩৩
চলতি মৌসুমে লা লিগায় প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আর এ যেন ঠিক পচা শামুকে পা কাটার মতো অবস্থা। ছয় বছর পর চলতি মৌসুমে লা লিগায় উঠে এসেছে মায়োর্কা। ২০০৬ সালের পর মায়োর্কার বিপক্ষে তাদের মাঠে হারেনি রিয়াল। আর এই ম্যাচ দিয়ে লা লিগায় অপরাজিত থাকার রেকর্ডের সাথে সাথে ১৩ বছর পর মায়োর্কার বিপক্ষে হার লস ব্ল্যাঙ্কোসদের। লস ব্ল্যাঙ্কসদের ১-০ গোলের এই হারে বার্সেলোনা এককভাবে লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে, আর অন্যদিকে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে আসতে হয়েছে জিদানের দলকে।
মূল একাদশের সাত ফুটবলারকে ছাড়ায় মাঠে নামতে বাধ্য হন জিনেদিন জিদান। ইনজুরির কারণে মায়োর্কার বিপক্ষে দলেই ছিলেন না লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং গ্যারেথ বেল। আর চতুর্থ সন্তানের বাবা হওয়ায় এডেন হ্যাজার্ড মায়োর্কার বিপক্ষের দল থেকে বাদ পড়েন। অন্যদিকে ডিফেন্সে রামোসের সঙ্গী রাফায়েল ভারান এবং ড্যানিয়েল কার্ভাহালকে এই ম্যাচে দেওয়া হয় বিশ্রাম। বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারানের বদলে এদিন রামোসের সঙ্গী ছিলেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও। আর কার্ভাহালের বদলে একাদশে সুযোগ পান আলভারো অদ্রিওজোলা। প্রায় নিজেদের দ্বিতীয় সারির দল নিয়ে ম্যাচের ৭ মিনিটেই লিড নেয় স্বাগতিক মায়োর্কা।
লাগো জুনিয়রের গতির সাথেই যেনে পেরে ওঠেননি রিয়ালের রাইট ব্যাক অদ্রিওজোলা। প্রতি-আক্রমণে সাবেক রিয়াল মিডফিল্ডার অ্যালেক্স ফেবাসের পাসে ডিবক্সের বাম প্রান্তে বল পান লাগো জুনিয়র। গতি দিয়েই অদ্রিওজোলাকে কাটিয়ে ডানপায়ের বাঁকানো শটে পরাস্থ করেন থিবো কর্তোয়াকে। কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের মাত্র ৭ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় মায়োর্কা। ম্যাচের ১৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত স্বাগতিকদের, তবে সেখানে রিয়ালের ভাগ্য অফসাইড। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লস ব্ল্যাঙ্কোসরা, ২৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরাতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু মায়োর্কার তিন ডিফেন্ডারকে কাটিয়েও শট গোলে রাখতে পারেননি তিনি।
এদিন ভাগ্যদেবীও যেন প্রসন্ন ছিলেন না লস ব্ল্যাঙ্কোসদের ওপর, আর তাই তো ম্যাচের ৩০ মিনিটে সমতায় ফেরার সবচেয়ে দারুণ সুযোগটা পেয়েও বেনজেমার শট লাগলো ক্রস বারে। প্রায় ৩০ গজ দূর থেকে হামেস রদ্রিগেজের দুর্দান্ত লম্বা পাসে বেনজেমার হাফভলি মায়োর্কা গোলরক্ষক মানোলো রেইনাকে পরাস্ত করলেও ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমার্ধে মায়োর্কার জমাট রক্ষণভাগের বিপক্ষে আর গোলের সুযোগ তৈরি করতে পারেননি ভিনিসিয়াস-বেনজেমারা। মাধ্যমাঠে মদ্রিচ-ক্রুসের অভাবটা প্রচন্ড ভুগিয়েছে রিয়ালকে।
প্রথমার্ধের ১৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন অদ্রিওজোলা, আর ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে দলকে আরও বিপদের মুখে ফেলে দেন এই রাইট ব্যাক। পুরো ম্যাচে দারুণ খেলেও গোলের দেখা পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। আর তাই তো ১৩ বছর পর প্রথমবারের মতো মায়োর্কার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে হারতে হয়েছে জিদানদের। ২০১৯-২০ লা লিগা টেবিলে রিয়ালের শীর্ষস্থান হারানোর দিনে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল বার্সা। আর সমান নয় ম্যাচে ৫ জয়, ৩ ড্র এবং একটি হারে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আসল রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিল রিয়াল মাদ্রিদ- মায়োর্কা রিয়ালের হার লস ব্ল্যাঙ্কোস স্প্যানিশ লা লিগা