Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব ক্রিকেটের নৈরাজ্যের বিরুদ্ধে সাকিব


২১ অক্টোবর ২০১৯ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ক্লাব ক্রিকেটে প্রভাবশালীদের প্রভাব খাটানোর ঘটনা নতুন কোনো ঘটনা নয়। মাঠে ম্যাচ গড়ানোর আগেই তাদের নির্দেশে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়! স্বনামধন্য ক্লাবগুলোকে নিশ্চিত হার থেকে বাঁচাতে প্রিমিয়ার লিগে ম্যাচের আগের রাতে উইকেটে পানি ঢালা এবং তৃতীয় বিভাগ ক্রিকেটে ৭ বলে ৯২ রানের ঘটনাও এদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। আর এ নিয়ে প্লেয়ার, কিংবা ম্যাচ অফিসিয়ালরা সরব হলেই অবধারিত নির্বাসন।

দিনের পর দিন ক্লাব ক্রিকেটে চলমান এই নৈরাজ্যের ব্যাপারে সম্যক অবগত টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ১১ দফা দাবি উথ্থাপনের পর বেশ ঝাঁঝালো কণ্ঠেই তা তুলে ধরলেন এবং অদূর ভবিষ্যতে সমৃদ্ধ পাইপ লাইনের প্রয়োজনে পক্ষপাতমূলক আম্পায়ারিং থেকে বেরিয়ে আাসার আহবান জানালেন।

বিজ্ঞাপন

সাকিব জানান, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। আমাদের প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণির ক্রিকেট কেমন এটা আমরা সবাই জানি। বিভিন্ন সময় পত্রিকায় এসেছে। ম্যাচে যাওয়ার আগে অনেক সময় জানা যায় যে কোন দল জিতবে বা কোন দল হারবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা ঠিক করা খুবই জরুরি।’

‘দুটি বা তিনটি ম্যাচে কেউ যদি বাজে সিদ্ধান্তের কারণে আউট হয়ে যায়, তাহলে তার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। আমাদের পাইপলাইন ঠিক করা খুব জরুরি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।’ যোগ করেন সাকিব।

ক্লাব ক্রিকেট সাকিব

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর