টাইগার যুবাদের দল ঘোষণা
২১ অক্টোবর ২০১৯ ২১:০১
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। যুবা টাইগাররা পাকিস্তান সফরে দুটি তিনদিনের ম্যাচের পর খেলবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। এই দুটি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
পাকিস্তান সফরে সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডির খান রিসার্স ল্যাবরেটরিস গ্রাউন্ডে। আসন্ন সিরিজে অধিনায়ক করা হয়েছে নাঈম আহমেদকে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও পাঁচ ক্রিকেটারকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ স্কোয়াড:
তানবীর আলম, অনিক চাকি, নাঈম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন সিয়াম, আমির হোসেন আসিফ, মিনহাজুল হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মাজহারুল হক রুপম, আরাফাত ইসলাম, লিমন হোসেন, সামশুল ইসলাম ইপন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ মুশফিক, আশিকুর জামান এবং আহমেদ শরীফ।
স্ট্যান্ডবাই: নাসিম ইসলাম, হানিফ বিশ্বাস, রাকিবুল ইসলাম অনিক, ফাহিম হাবিব মোরশেদ, ফয়সাল খান মাহফুজ।
আগামীকাল সকালে পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশের যুবারা। ইসলামাবাদ থেকে সরাসরি তারা রাওয়ালপিন্ডিতে চলে যাবে। ২৩ ও ২৪ অক্টোবর অনুশীলন সেরে নেবে নাঈম আহমেদরা। ২৫ অক্টোবর তিন দিনের প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে টাইগার যুবারা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৩০ অক্টোবর শুরু হবে। ৪, ৬ ও ৮ নভেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে।