Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা নিয়েই গ্রিজম্যান ইস্যু দফারফা বার্সা-অ্যাতলেটিকোর


২২ অক্টোবর ২০১৯ ১০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মৌসুমের ইউরোপিয়ান দল বদলের সময় অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় পাড়ি জমান অ্যান্তোনিও গ্রিজম্যান। তবে সেখানেই সব কিছু দফারফা হয়ে যায়নি। গ্রিজম্যানের সাথে অবৈধভাবে যোগাযোগ করায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে অ্যাতলেটিকো। অভিযোগ করেও সঠিক বিচার না পাওয়ায় আবারও আপিল করে অ্যাতলেটিকো। আর সেই ইস্যুটারই শেষ টানতে অ্যাতলেটিকোকে টাকা দিয়েছে বার্সেলোনা।

ইউরোপিয়ান গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে নিজের রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো অ্যাতলেটিকোকে প্রদান করেই বার্সেলোনায় নাম লেখান ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান। তবে সেখানেই শেষ হয়ে যায়নি এই কাহিনী। গ্রিজম্যানের চুক্তিপত্রে শর্ত ছিল গ্রীষ্মকালীন দলবদলের সময়ই কেবল তার রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো হবে তার আগে নয়।

বিজ্ঞাপন

আর এখানেই ভুলটা করে বসে বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শুরু হওয়ার আগেই গ্রিজম্যানের সাথে যোগাযোগ করে এবং মৌখিক চুক্তি করে ফেলে। আর এসব কিছু ই-মেলের মাধ্যমে করেছে বার্সেলোনা এবং গ্রিজম্যান। সেই ই-মেইল হাতে এসেছে অ্যাতলেটিকোর। আর সেই প্রমাণ নিয়েই হাজির হয়েছিল বিচারের জন্য লা লিগার কর্তৃপক্ষের কাছে। সেখানেই ঘটেছে একটি হাস্যকর ঘটনা! লা লিগা বার্সেলোনাকে জরিমানা করেছে মাত্র ৩০০ ইউরো। এতেই ক্ষেপে উঠেছিল অ্যাতলেটিকো। এরপর সুইজারল্যান্ডের স্পোর্টস ভিত্তিক আদালতে যাওয়ার কথা জানিয়েছিল তারা।

তবে শেষ পর্যন্ত আর কোনো ঝামেলায় জড়াতে হচ্ছে না দু’দলকেই। এই চুক্তির ফলে ক্ষতিগ্রস্থ অ্যাতলেটিকোকে ১৫ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৪২ কোটি টাকা প্রদান করেছে বার্সেলোনা। এছাড়াও এই চুক্তিতে অ্যাতলেটিকোর পাঁচ ফুটবলারকে সবার আগে কিনতে পারবে বার্সেলোনা এই তালিকায় সাউল নিগুয়েজ এবং হিমিনেজও আছেন।

লা লিগা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল তারা ইচ্ছা করলেই গ্রিজম্যানের বার্সেলোনায় খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে দুই ক্লাবের মধ্যকার সমঝোতার পর আর সেই ব্যবস্থা গ্রহণ করবে না লা লিগা। শেষ পর্যন্ত অর্থ দিয়েই বিষয়টি মীমাংসা করেছে দুই ক্লাব।

অ্যান্তোনিও গ্রিজম্যান দ্বন্দ্ব বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ মীমাংসা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর