Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল ভূঁইয়াকে নিতে ভারতের দলগুলোর কাড়াকাড়ি


২৩ অক্টোবর ২০১৯ ১৪:৪৫

ঢাকা: দেশের ফুটবলের সুদিনের বাতাস বইতে শুরু করেছে আবারও। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কেড়েছে অনেকের। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের সঙ্গে লাল-সবুজদের লড়াকু পারফরম্যান্স অনেকের চোখে লেগে আছে। শুধু সাধারণ ফুটবল সমর্থক নয় বরং অনেক ক্লাবের নজরে এসেছে জামাল ভূঁইয়াদের ফুটবল নিদর্শন।

এমনটাই হয় ফুটবলে। ভালো খেললে প্রস্তাবের অভাব থাকে না। ক্লাবগুলো নিজেদের দল শক্তিশালী করতে নজর রাখে এমন বড় বড় ম্যাচে।

বিজ্ঞাপন

এমনটা ঘটেছে জামাল ভূঁইয়ার বেলায়। ভারত-বাংলাদেশ ম্যাচের পর ভারতীয় ক্লাবগুলো এখন সুযোগ খুঁজছে সে ম্যাচের সেরা ফুটবলারকে দলে ভেড়াতে। ভারতের দুই-তিন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন লাল-সবুজদের অধিনায়ক। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলতে প্রস্তাব পেয়েছেন এই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।

প্রস্তাব পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন জামাল, ‘দুইবার নক করেছে। দুজন এজেন্ট নক করেছে যে আইসএল খেলতে কোন আগ্রহ আছে কিনা।’

ভালো প্রস্তাব পেলে আইএসএলে খেলতে আগ্রহী অধিনায়ক, ‘আমি বলেছি অফার ভালো পাইলে আমি সিদ্ধান্ত নিবো। বলেছি আমি গেলে শুধু জামাল নয় পুরো বাংলাদেশই পাশে থাকবে।’

চলমান আইএসএলে সামনের ডিসেম্বরে একটা ট্রান্সফার উইন্ডো আছে। এক মাসের মধ্যে প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করবেন জামাল, ‘দুই তিনটা অফার আছে। এক মাস পরে আবার নক করবে বলে জানিয়েছে সামনের ট্রান্সফার উইন্ডোতে।’

এর আগে আশির দশকে হংকং পেশাদার লিগে খেলেছিলেন দেশের ফুটবল কিংবদন্তি এবং বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তারপরে তারই উত্তরসূরী সাব্বির, শেখ আসলাম ও মোনেম মুন্নার মতো ফুটবলাররা ভারত মাতিয়েছেন। তার এক দশক পরে ২০১৪ সালে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার সুযোগ হয় দেশের জাতীয় দলের তারকা ফুটবলার মামুনুল ইসলাম মামুনের। যদিও অ্যাথলেটিকো দ্য কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে হয়েছে মামুনকে। নামতে পারেননি একটি ম্যাচও। এর মাঝে গেল বছর নেপালের দ্বিতীয় স্তরের লিগে খেলে এসেছেন গোলরক্ষক নুরুল করিম।

বিজ্ঞাপন

হাতে গোনা এই পাঁচ-ছয়জন ফুটবলার ছাড়া কোনো ফুটবলারই বিদেশি লিগের অংশ হতে পারেন নি। তবে, পুরুষ ফুটবলাররা না পারলেও দেশের দুই নারী ফুটবলার খেলেছেন ভারতের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে। সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী রায় খেলেছেন সেথু এফসির হয়ে।

আইএসএল ইন্ডিয়ান লিগ জামাল ভূঁইয়া পেশাদার লিগ ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর