Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে মোহনবাগানের প্রথম জয়


২৩ অক্টোবর ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের মিশনটা হার দিয়ে শুরু করা ভারতের মোহনবাগান এসি জয় পেল দ্বিতীয় ম্যাচেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে হারিয়ে মিশনে টিকে রইলো সবুজ-মেরুন শিবিররা। অবশেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কিবু ভিকুনারের শিষ্যরা।

আজ বুধবার (২৩ অক্টোবর) বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মালদ্বীপের দল টিসি স্পোর্টসকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে মোহনবাগান। আসরে দ্বিতীয় হার টিসি স্পোর্টসের। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল মালদ্বীপের দলটি।

এর আগে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে মোহনবাগান হেরেছিল ইয়াং এলিফ্যান্টসের কাছে। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও সবুজ-মেরুন শিবিরকে হারতে হয়েছিল ইয়ং এলিফ্যান্টসের কাছে। পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন বেইতিয়া। তিনি পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করার ঠিক পরমুহূর্তেই ইয়ং এলিফ্যান্টস গোল করে ম্যাচ জিতে নেয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে দাপটীয় জয়ে ফিরেছে মোহনবাগান। ম্যাচের শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাস ফিরে পায় ভারতের দলটি। চার মিনিটে জুলে কলিনাসের কাছ থেকে পাস পেয়ে দানিয়েল সাইরাসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ডি বক্সের ভেতর থেকে কলিনাসের পাসটা সিক্স ইয়ার্ডের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় গোল করতে ভুল করেননি ত্রিনিদাদ এন্ড টোবাগোর জাতীয় দলে খেলা ডিফেন্ডার সাইরাস।

ম্যাচের শুরুর গোলে চনমনে অবস্থায় ফিরে আসে ভারতের দলটি। দাপট বজায় রেখে প্রথমার্ধ লিড নিয়ে মাঠ ছাড়ে কিবু ভিকুনারের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। চামোরোর শট বার কাঁপিয়ে ফিরে আসে। সেই চামোরোই ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান।

মালদ্বীপের ক্লাবকে হারিয়ে পরের ম্যাচের আগে অক্সিজেন পেয়ে গেল সবুজ-মেরুন শিবির। পয়েন্ট তালিকার দুইয়ে চলে এসেছে দলটি। এতে টুর্নামেন্টে টিকে রইলো দলটির আশা। ২৫ তারিখ মোহনবাগানের পরবর্তী ম্যাচ চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

টিসি স্পোর্টস মোহনবাগান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর