Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংস ম্যাচে রেফারিকে পেটাতে তেড়ে আসেন ভারতীয় দলের ফুটবলার!


২৪ অক্টোবর ২০১৯ ২৩:১৫

চার লাল কার্ড আর পাঁচ গোলের রোমাঞ্চকর ও নাটকীয় ম্যাচটা জয়ে রাঙিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে নকআউট পর্বের আশা বেঁচে রইলো বাংলাদেশ। তবে ম্যাচটা শেষ হয়েছে অনেকগুলো অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে।

যাকে আক্ষরিকঅর্থে অখেলোয়াড়সুলভ বলা যায়। কিংসদের সঙ্গে ম্যাচে ৩২ মিনিটে লাল কার্ড দেখেনে চেন্নাই সিটি এফসির জাপানিজ ফুটবলার কাতসুমী ইউসা। ভারতের মোহনবাগান, ইস্ট বেঙ্গলে দীর্ঘসময় ধরে খেলা এই ফুটবলার এম এ আজিজ স্টেডিয়ামে একটা অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন।

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালীন সময়ে ফোর্থ অফিসিয়ালদের ডাগআউটেই লাথি দেননি সঙ্গে ম্যাচের মূল রেফারি লাকমল উইরাক্কোদ্দিকে মারার জন্য তেড়ে গিয়েছিলেন! ভুল পড়ছেন না একদমই।

ম্যাচ তখন এক গোলের লিড নিয়েছে বসুন্ধরা কিংস। ২৮ মিনিটের সময় হঠাৎ চেতে বসেন চেন্নাই সিটির এই ফুটবলার। হঠাতই তেড়ে গিয়ে মাঠের বাইরে ডাগআউটে এলোপাথারি লাথি মারতে থাকেন। দুই দলের কোচ বিশেষ করে কিংসের কোচই বরং এগিয়ে এসে তাকে বোঝানোর চেষ্টা করেন। এবংকি কিংসের লেবানন ফুটবলার জালালও বোঝাতে শান্ত করতে ব্যর্থ হন। এরমাঝেই মাঠের মধ্যে ঢুকে রেফারিকে লাথি মারতে উদ্ধত হন কাতসুমী।

পরে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য অবশ্য রেফারি তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। তবে এমন আমন্ত্রণমূলক ম্যাচে কোনও ফুটবলারের এমন আচরণ বেশ প্রশ্নবিদ্ধ। খেলার স্পিরিটের বাইরে।

এমন অবস্থার মধ্যেও ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
প্রথম ম্যাচে অগোছালো ফুটবল থেকে দ্বিতীয় ম্যাচে আজ অনেকটা গোছানো ফুটবল উপহার দিয়েছে কিংস। ম্যাচের টেম্পো ধরে ছয় মিনিটে লেবাননের ফরোয়ার্ড মোহাম্মদ জালালের গোলে লিড নেয় বিপিএল চ্যাম্পিয়নরা। লিড বেশিখন ধরে রাখতে পারেনি কিংস। ৪৩ মিনিটেই চেন্নাই সিটিকে সমতায় ফেরান পেদ্রো।

বিজ্ঞাপন

প্রথমার্ধে ১-১ ব্যবধানের অস্বস্তি নিয়ে দ্বিতীয়ার্ধে ভালভাবে ফিরে আসে কিংস। ৫৯ মিনিটে এবার গোল করে ফের কিংসকে লিড এনে দেন কিরগিজস্থানের বখতিয়ার দেশবেকভ। সেই লিডটাও বেশিখন ধরে রাখতে পারেনি ব্রুজনের শিষ্যরা। ৭১ মিনিটে শেরিফের গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে অতিথি দলটি।

ম্যাচের শেষদিকে মনে হচ্ছিল জয়বঞ্চিত হতে চলেছে কিংস। রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা বগলদাবা করে নেয় দেশ সেরা ক্লাবটি। ৮৮ মিনিটে জালালের দ্বিতীয় গোল থেকে লিডের পাশাপাশি জয়টাও পাকাপোক্ত করে ফেলে কিংস। টুর্নামেন্টে প্রথম জয় পেলো তারা।

ছবি: শ্যামল নন্দী

কাতসুমি চেন্নাই এফসি বসুন্ধরা কিংস শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর