Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত জামালে উড়ছে চট্ট: আবাহনী, নজর শিরোপায়


২৪ অক্টোবর ২০১৯ ২৩:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইতো ক’দিন আগেই বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে কলকাতার মাটিতে সুনীল ছেত্রীদের চমকে দিয়েছিল জামাল ভূঁইয়াদের দুর্দান্ত বাংলাদেশ। ঘড়ির কাটাটা ঘুরতে না ঘুরতেই আবার এক প্রকার ‘ভারত-বাংলাদেশ’ উত্তপ্ত আরেকটি ম্যাচকে নিয়ে। কলকাতার মোহনবাগান খেলবে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

বলতে গেলে জামাল ভূঁইয়াকে আটকানোই হবে ভারতের মোহনবাগানের মূল কৌশল। কেননা এই জামালই চট্টগ্রাম আবাহনীর হয়ে দুর্দান্ত ফুটবল পারফরম্যান্স করে যাচ্ছেন। জাতীয় দলের পরে আকাশী-হলুদ জার্সিতেও মাতিয়ে চলেছেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর।

প্রথম দুই ম্যাচেই তার উৎকৃষ্ট প্রমাণ। ব্যাক টু ব্যাক ম্যাচ সেরার পুরস্কার বগলদাবা করেছেন তিনি। টানা দুই জয়েও তার অসামান্য অবদান নজর কেড়েছে ফুটবল ভক্তদের।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিতে তার অবদান অসামান্য। ৪-১ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়েছে জামালের চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচেও জামালের কাঁধে ভর করে প্রত্যাবর্তনের গল্প লিখে আরেকটি বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এবারও অধিনায়ক জামাল জোড়া গোল করলেন সঙ্গে একটি গোল করালেন দারুণ পাস থেকে।

টানা দুই জয়ে সেমি ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে চট্টলার দলটি। সামনে শুক্রবার (২৫ অক্টোবর) মোহনবাগানকে আতিথ্য দেবে জামাল-রহমতরা। এ ম্যাচে ড্র করলেও সেমিতে চলে যাবে জামাল ভূইয়ারা।

তবে ড্র নয় বরং মোহনবাগানকে হারিয়ে সেমিতে পা রাখতে চায় চট্টগ্রাম আবাহনী। জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচকে আমরা হালকা ভাবে নিচ্ছি না। কারণ আমাদের প্রতিপক্ষ মোহনবাগান। ক্লাবের ঐতিহ্য আমাদের জানা। এরকম একটা ক্লাবের বিরুদ্ধে খেলতে নামলে আমাদের তো সতর্ক থাকতেই হবে। তবে অন্যান্য ম্যাচের মতোই এই ম্যাচটা আমরা জিততে চাই এবং জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

জামাল

টুর্নামেন্টের শুরু থেকেই ছুটছে চট্টগ্রাম আবাহনী। জামাল নিজেও দুটো ম্যাচে অসম্ভব ভাল খেলেছেন। গোল করছেন, গোলের পাস বাড়াচ্ছেন। শুক্রবার তাঁকে নিশ্চয় নজরে রাখবেন কিবু ভিকুনা। জামাল অবশ্য বলছেন, ‘জানি না কাল প্রথম থেকে খেলব কিনা। কারণ সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচও রয়েছে।’

সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সিতে কত ফুলই না ফুটিয়েছেন জামাল। শেখ কামাল ক্লাব কাপের জন্য চট্টগ্রাম আবাহনী লোনে নিয়েছে তাঁকে। বাংলাদেশের ৬ নম্বর জার্সিধারী বলছেন, ‘চট্টগ্রাম আমাকে এই টুর্নামেন্টের জন্য লোনে নিয়েছে। তাই আমি মাঠে নেমে ওদের হয়ে প্রতিটি ম্যাচে সেরা পারফরম্যান্স দিতে চাই।’

সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মোহনবাগানের সঙ্গে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে নামবে চট্টগ্রাম আবাহনী। আবারও কী ঝলক দেখা যাবে জামাল ভূঁইয়ার। সেই উত্তর তোলা থাকলো ম্যাচের শেষ পর্যন্ত।

ছবি: শ্যামল নন্দী

চট্টগ্রাম আবাহনী জামাল ভূঁইয়া মোহনবাগান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর