Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজকে ছক্কা মেরে বিসিবির গ্লাস ভাঙলেন রিশাদ


২৭ অক্টোবর ২০১৯ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সফরকে সামনে রেখে প্রস্ততি ম্যাচে দুর্দান্ত রিশাদ হাসানকে দেখল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টেলএন্ডার হয়েও এই ম্যাচে ব্যাটিংটা করেছেন ডাক সাইটে ব্যাটম্যানদের মতোই। যতক্ষণ ক্রিজে ছিলেন ব্যাট চালিয়েছেন বুক চিতিয়ে। বিসিবি লাল দলের ইনফর্মড বোলার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কান্ডারি মোস্তাফিজুর রহমানকে বিশাল এক ছয় মেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যান্টিনের গ্লাস ভেঙে ফেলেছেন সবুজ দলের এই লেগ স্পিনার।

ইনিংসের ১৮তম ওভারের ঘটনা এটি। মোস্তাফিজকে উড়িয়ে মেরে বল ফেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যান্টিনে। বলের আঘাতে ক্যান্টিনের দরজার নিম্নাংশের গ্লাস ভেঙে দেন জাতীয় লিগ চলাকালীন ভারত সফরের প্রস্তুতি ম্যাচে ডাক পাওয়া এই লেগি। এরপর মিনিট দুয়েক খোঁজাখুঁজির পর বলটি পাওয়া যায়। আটে নেমে ব্যাটিং করে গেছেন শেষ অবধি। ১২ বল থেকে সংগ্রহ করেছেন ১৩ রান।

বিজ্ঞাপন

লাল দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী রাব্বি। ২১ বল থেকে চারটি চার ও দুটি ছয়ে তিনি এই রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। যা সংগ্রহে তিনি বল মোকোবেলা করেছেন ২৬টি। চার মেরেছেন ৩টি ও ৬ একটি। আর ৩৫ বলে ২৯ রান এসেছে ওপেনার নাইম শেখের ব্যাট থেকে।

আর তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় বিসিবি সবুজ দল।

দলের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল ইসলাম শান্ত ২, মোহাম্মদ মিঠুন ২, সাব্বির রহমান ৪, মেহেদি হাসান মিরাজ ২, তাইজুল ইসলাম ৪ ও আরাফাত সানি অপরাজিত ছিলেন ৪ রানে।

এদিকে লাল দলের হয়ে বল হাতে আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ৩টি করে এবং শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি করে উইকেট।

প্রস্তুতি ম্যাচ মোস্তাফিজ রিশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর