দ্বিতীয় ম্যাচেও খেলবেন না সাকিব
২৭ অক্টোবর ২০১৯ ২২:২৫
ঢাকা: ভারত সফরের আগে দেশের মাটিতে দু’টি টি-টোয়েন্টি ফর্মেটের ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। লক্ষ্য একটাই; এই দুই ম্যাচে দলকে বাজিয়ে দেখা। যার প্রথমটি গড়িয়েছে রোববার (২৭ অক্টোবর)। আর দ্বিতীয়টি আগামীকাল অর্থাৎ সোমবার (২৮ অক্টোবর)। কী আশ্চর্য! এই দুই ম্যাচের একটিতেও খেলছেন না বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।
জানা গেছে, হেড কোচ রাসেল ডোমিঙ্গর কাছ থেকে সাকিব এই দুই দিন ছুটি নিয়েছেন। তিনি খেলেননি বলেই বিসিবি সবুজ দলের বিপক্ষে এই ম্যাচ দু’টিতে বিসিবি লাল দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে।
তথ্যটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘সাকিব কোচের কাছ থেকে আজ ও আগামীকালের (২৭ ও ২৮ অক্টোবর) জন্য ছুটি নিয়েছেন। সম্ভবত কালকের ম্যাচটিও খেলবেন না।’
উল্লেখ্য, রোববারের ম্যাচটিতে ভারত সিরিজে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি সবুজ দলের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে দলে থাকা লাল দল। নাজমুল হোসেন শান্তদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাসরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।