Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিবারাত্রির টেস্ট আয়োজনে বিসিবির দিকে তাকিয়ে ভারত


২৮ অক্টোবর ২০১৯ ১৪:০৭

আন্তর্জাতিক ক্রিকেটে দিবারাত্রির টেস্ট শুরু হয়েছে ২০১৫ সালে। টেস্ট ক্রিকেটকে আরও বেশি দর্শক জনপ্রিয় করে তুলতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যেই অন্যতম দিবারাত্রির টেস্ট ম্যাচ। টেস্ট খেলুড়ে পুরাতন ১০টি দলের মধ্যে কেবল বাংলাদেশ এবং ভারত আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেনি। তবে এবার হয়তো সেই সুযোগ আসছে দুই দলের সামনে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে প্রথম সভাতেই জানিয়েছেন দিবারাত্রির টেস্ট ম্যাচে তার আগ্রহের কথা।

বিজ্ঞাপন

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সম্মতির পরেই এই বিষয় নিয়ে বেশ নড়েচড়ে বসেছে বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। নভেম্বরের শেষ সপ্তাহে ২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই টেস্টের। তবে এর আগে ৩ নভেম্বর দিল্লিতে, ৭ তারিখ রাজকোটে আর ১০ তারিখ নাগপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, তারপরেই কলকাতা টেস্ট।

বিজ্ঞাপন

দিবারাত্রির টেস্টের বয়স ৪ বছর হয়ে গেলেও বাংলাদেশ এখনও এই টেস্টে নিজেদের নাম লেখায়নি। এদিকে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে বেশ উন্মুখ ভারত। আর তাই তো বার বার বাংলাদেশের কোর্টেই ঠেলে দিচ্ছে বল। দিবারাত্রির টেস্ট খেলার প্রসঙ্গে বিসিবি সভাপতি নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আমরা দিবারাত্রির টেস্ট নিয়ে আলোচনা করছি, তবে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি আমরা। ক্রিকেটারদের সাথে সাথে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরেই আমরা সিদ্ধান্ত জানাতে পারবো।’

বাংলাদেশের মতো এখনও দিবারাত্রির টেস্টে অভিষেকের অপেক্ষায় ভারত। আর ইডেন টেস্ট দিয়েই এই আঙিনায় পা রাখতে চায় ভারত। এই বিষয়ে ইডেন গার্ডেনসের প্রধান কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন, ’আমরা আসলে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আমরা দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকছি, আর আশা করছি যেন ইডেনে এই ম্যাচটি হয়। পিচ নিয়ে আসলে বিশেষ কিছু করার নেই। দিবারাত্রির টেস্ট বলে বিশেষ কোনো পিচ তৈরি করা হবে এমনটা নয়। আমরা স্পোর্টিং পিচ বানাবো যেখানে একটু গতি থাকবে।‘

ইডেন গার্ডেনসে দিবারাত্রির টেস্ট নিয়ে যত সমস্যার সম্মুখীন হতে হবে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে শিশির। এ বিষয়ে সুজন মুখার্জি বলেন, ‘দিবারাত্রির এই টেস্টে আমাদের সব থেকে দু:শ্চিন্তার বিষয় হচ্ছে নভেম্বর মাসের সন্ধ্যার শিশির। আর এই শিশিরের কারণেই আমাদের গ্রাউন্ডসম্যানদের ম্যাচ চলাকালীন সময়ে অতিরিক্ত কাজ করতে হবে।’

তবে দুই দলের জন্যই এই দিবারাত্রির টেস্ট নতুন কিছু। আর দুই দলের মধ্যে কোনো দলই এই টেস্ট ম্যাচ আগে খেলেনি। টাইগারদের ক্রিকেটের ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচটিই কেবল অনুষ্ঠিত হয়েছিল দিবারাত্রির। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিসিএলের ফাইনালই একমাত্র দিবারাত্রির ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। আর বাংলাদেশের মতো ভারতীয়রাও এখনও দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতার অর্জন করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত মিললেই ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি গোলাপি রঙের বলে দুই দেশেরই অভিষেক হতে যাচ্ছে।

ইডেন গার্ডেনস দিবারাত্রির টেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর ভারত সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর