Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে মিস করবেন মুশফিক, ভারতের উদ্দেশে রওনা টাইগারদের


৩০ অক্টোবর ২০১৯ ১৩:৪৯

সাকিব আল হাসান ক্রিকেটে নিষেধাজ্ঞা পাওয়ার ঠিক পরের দিনই ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রিয় সতীর্থকে ফেলে রেখে ভারত সফরে যাওয়ার সময় বিমানবন্দরে কথা বলেছেন মুশফিকুর রহিম। বলেছেন, ‘ভারত সফরে অনেক বেশি মিস করব সাকিবকে।’

  সাকিববিহীন একবছর কেমন কাটবে দেশের ক্রিকেট?

হযরাত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (৩০ অক্টোবর) ভারতের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক এই সিরিজে খেলবেন না সাকিব আল হাসান নিশ্চিত হয়েছে গতকাল সন্ধ্যাতেই। আর গতকালই ঘোষণা করা হয়েছে সাকিবের পরিবর্তে ভারতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন কারা।

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলার জন্য ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে ছাড়া ভারতের মতো দলের বিপক্ষে তাদের মাঠেই খেলাট বেশ চ্যালেঞ্জের। আর দেশ ছাড়ার পূর্বে মুশফিকুর রহিমও গোপন করলেন না। তিনি বললেন, ‘সাকিব এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তাকে ছাড়া খেলাটা তো অবশ্যই অনেক চ্যালেঞ্জের। সাকিবের বিকল্প আসলে এখনও আমাদের নেই। তাকে অনেক বেশি মিস করব কারণ সাকিব আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়।’

সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি দলের দায়িত্ব বর্তেছে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে আর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক। আর নতুনদের এই সুযোগ পাওয়া সম্পর্কে মুশফিক বলেন, ‘নতুন যারা দলে আসছে এটা এখন তাদের জন্য বড় অপরচুনিটি। ধরেন সাকিব যদি ইনজুরিতে থাকত বা অন্য কোনো কারণে সাকিব বা আমি অথবা অন্যকেউ যদি দলের বাইরে থাকত তাহলে আমাদের যেভাবে এগিয়ে যেতে হত এখনও আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

   সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া কে সেই জুয়াড়ি?

ভারত সফরে বাংলাদেশের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। খাতা কলম কিংবা মাঠের খেলা সব দিক থেকে ভারত বাংলাদেশের থেকে ঢের এগিয়ে। তবে ক্রিকেটে বড় দল হতে হলে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন মুশি। তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় আসলে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তবে ভালো রেজাল্টই আসলে ক্রিকেটকে আবারও ভালো জায়গায় নিয়ে আসবে। এমন একটা টিমের হোম গ্রাউন্ডে খেলবো আমরা চ্যালেঞ্জ তো থাকবেই। আর চ্যালেঞ্জ থাকলেই আসলে ভালো খেলাটা বের হয়ে আসে। আর তাই আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন ভালো খেলতে পারি সেই সাথে সাকিবের জন্যও দোয়া চাই যেন ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে।’

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর সিরিজের শেষ টেস্ট খেলতে কলকতার ইডেন গার্ডেনসে নামবে বাংলাদেশ। এই টেস্টটি বাংলাদেশ এবং ভারত দুই দলেরই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।

ভারত সফর মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর