শিরোপা উদ্ধারে সবকিছু করবে চট্টগ্রাম আবাহনী
৩০ অক্টোবর ২০১৯ ২০:৩০
ঢাকা: প্রথম আসরে শিরোপা ঘরে তুলেছিল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় আসরে হতাশ হয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে শিরোপার একধাপ দূরে আছে আকাশি-হলুদরা। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো মারুফুল হকের শিষ্যরা মুখিয়ে আছে শিরোপা পুনরুদ্ধারে। মালয়েশিয়ার শক্তিশালী দল তেরেঙ্গানা এফসিকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে সব কৌশল মাঠে ফলাতে প্রস্তুত চট্টলার দলটি।
আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তেরেঙ্গানার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম আবাহনী।
এর আগে সেমিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে রোমাঞ্চকরভাবে ৩-২ ব্যবধানে ভারতের দলকে হারিয়েছে জামাল ভূঁইয়ারা। জোড়া গোল করেছে দেদিয়ার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের মিশন শুরু করে আয়োজকরা। ৪-১ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়েছে জামালের চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচেও জামালের কাঁধে ভর করে প্রত্যাবর্তনের গল্প লিখে আরেকটি বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এবারও অধিনায়ক জামাল জোড়া গোল করার পাশাপাশি একটি গোল করান দারুণ পাস থেকে। শেষ ম্যাচে জামালহীন আবাহনী হারে মোহনবাগানের কাছে।
সেই জায়গা থেকে সেমিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে পা রাখা চট্টগ্রাম আবাহনী চেয়ে আছে শিরোপার দিকে। মারুফুল হকের কথায়, ‘দুইটা বেস্ট টিমই ফাইনালে উঠেছে। আমাদের বিপক্ষ দল অনেক শক্তিশালী। আমরা আমাদের যোগ্যতা আর সামর্থ্য দেখিয়ে এ পর্যন্ত এসেছি। প্রমাণ করেই ট্রফি নিয়ে ফিরব ইনশাল্লাহ। আমরা অবশ্যই ফেভারিট।’
অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখও শিরোপায়, ‘আমরা আমাদের লক্ষ্য জানি। চ্যাম্পিয়ন হওয়াটাই মূল লক্ষ্য। দেশের মানুষ ও চট্টগ্রামের ফুটবল সমর্থকদের জন্য আমরা এই শিরোপা জিততে চাই।’
প্রতিপক্ষ তেরেঙ্গানা এফসি কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছেছে। তাদের বিপক্ষে নিজেদের কৌশলটা স্পষ্ট করলেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল। পরিকল্পনা নিয়ে মারুফুল বলেন, ‘আমরা ওদের ম্যাচ নিয়ে ভালো গবেষণাই করেছি। ওদের কম্বিনেশনে চার-পাঁচজন ফুটবলার আছে। লি টাক থেকে শুরু করে ব্রুনো জুনিচি— এই কম্বিনেশনটা আমাদের ভাঙতে হবে। সেটারও কৌশল আছে আমাদের কাছে। আমাদের নিজের কৌশল নিয়ে মাঠে ফলাতে পারলে আশা করছি সফল হব আমরা।’
কঠিন চ্যালেঞ্জটা চাপ নয় বরং এনজয় করার কথা বললেন এই দেশসেরা কোচ, ‘আমরা চাপে নেই। ফাইনাল ম্যাচে একটু চাপ থাকে। আমি খেলোয়াড়দের বলেছি, চাপটা এনজয় করতে। চ্যালেঞ্জটা এনজয় করতে। আমার দলের ওপর আত্মবিশ্বাস আছে। তারা ভালো খেলবে আশা করছি।’
তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েই শিরোপা পুনরুদ্ধার করতে মুখিয়ে আছে জামাল ভূঁইয়ারা। সমর্থকদের জন্য সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত চট্টগ্রাম আবাহনী।
ছবি: শ্যামল নন্দী
চট্টগ্রাম আবাহনী জামাল ভূঁইয়া মারুফুল হক শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ