Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে খেলতে পুরোপুরি সুস্থ রোহিত শর্মা


২ নভেম্বর ২০১৯ ১২:২৫

বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। আর তার পরিবর্তে সফররত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রোববার (৩ নভেম্বর) ভারতের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

আর প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত হয়ে গিয়েছিল ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার। অরুন জেটলি স্টেডিয়ামে শুক্রবার (১ নভেম্বর) অনুশীলনের সময় তলপেটে বলের আঘাত পান রোহিত। আর এতেই অনিশ্চিত হয়ে যায় টাইগারদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়ার।

বিজ্ঞাপন

তবে সুসংবাদ এসেছে ভারতীয় শিবিরে, রোহিতের তলপেটের আঘাত খুব বেশি গুরুত্বর নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘রোহিত শর্মা নেটে ব্যাটিং অনুশীলনের সময় তার বাম পাশের তলপেটে বলের আঘাত পায়। তবে ভারতীয় চিকিৎসক দল তাকে ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ বলে ছাড়পত্র দিয়েছেন। এবং বাংলাদেশের বিরুদ্ধে রোববার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।’

ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সঙ্গে নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঘাত পান অধিনায়ক। এবং সঙ্গে সঙ্গেই অনুশীলন ছেড়ে বেরিয়ে যান রোহিত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিংয়ের ভার পড়েছে রোহিতের কাঁধে। আর বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ টেস্টেও করেন তিনটি শতক যার মধ্যে একটি আছে জোড়া শতকও।

প্রথম টি-টোয়েন্টি ভারত বনাম বাংলাদেশ রোহিত শর্মা সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর