Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় লিগে সাদমানের ৮ম শতক


২ নভেম্বর ২০১৯ ১৫:০৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি ঢাকা মেট্রোপলিটন। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকার অধিনায়ক মার্শাল আইয়ুব। আর টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত কেন তা মাঠেই দেখালেন ঢাকার ব্যাটসম্যানরা। ঢাকার এবং বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামের শতকে বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো।

জহুর আহমেদ স্টেডিয়ামে ঢাকার দলীয় স্কোরবোর্ডে মাত্র ৯ রান উঠতেই সাদমান ইসলামের সঙ্গী আজমির আহমেদকে রানের খাতা খোলার আগেই ফিরে যেতে হয়। এরপর অবশ্য শামসুর রহমান শুভকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন সাদমান। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। শামসুর রহমান ব্যক্তিগত ৫০ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি।

বিজ্ঞাপন

শামসুর অর্ধশতক করে ফিরে গেলেও ব্যাট থামেনি সাদমানের। চট্টগ্রামের বিপক্ষে ১১০ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন সাদমান। এরপর শামসুর রহমান ফিরে গেলে জুটি গড়েন অধিনায়ক মার্শাল আইয়ুবের সঙ্গে। অধিনায়কের ৪০ রানের ফিরে গেলে ভাঙে ৮০ রানের জুটি, তবে তখনও চলছে সাদমানের ব্যাট। ক্যারিয়ারের ৮ম প্রথম শ্রেণির শতকের দিকেই ছুটছিলেন।

আর শতকের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলা সাদমানের। ১৮৪ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। এই রিপোর্ট লেখা অবধি সাদমানের সংগ্রহ ১৬টি চার এবং একটি ছয়ে ১৯৩ বলে ১১১ রান। আর চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রো পলিটনের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩৬ রান।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ঘোষিত দলে ডাক মিলেছে এই উদ্বোধনী ব্যাটসম্যানের। এর আগে টাইগারদের হয়ে সাদা জার্সিতে খেলেছেন ৪টি ম্যাচ। টেস্টীর ৭ ইনিংসে ৩৩.৪২ গড়ে সর্বমোট করেছেন ২৩৪ রান যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৭৬।

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট লিগ জাতীয় ক্রিকেট লিগ এনসিএল ঢাকা মেট্রোপলিটন বনাম চট্টগ্রাম বিভাগ শতক সাদমান ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ

‘হ্যালোইন’ কী এবং কেন?
৩১ অক্টোবর ২০২৪ ১২:০৮

৩ সন্তানের পর দগ্ধ বাবার মৃত্যু
৩১ অক্টোবর ২০২৪ ১১:২১

সম্পর্কিত খবর