Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া-মেহেদির দিকে তাকিয়ে খুলনা


৪ নভেম্বর ২০১৯ ১৮:১৮

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে স্কোরকার্ড বলছে, জয়ের জন্য খুলনা বিভাগের প্রয়োজন আরও ৭৩ রান। রংপুর বিভাগের দেওয়া ২০৩ রানের লক্ষ্যে খেলতে নামা রূপসা পাড়ের দলটি দ্বিতীয় ইনিংসে ১৩০ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। বাকি পথ পাড়িয়ে দিতে হবে বাকি ৫ উইকেট নিয়ে। উইকেটে আছেন প্রথম ইনিংসে ১১৯ রান করা তরুণ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও জাতীয় দলের সাবেক অলরাউন্ডার জিয়াউর রহমান। তৃতীয় দিন শেষে দুজনই ৩০ রানে অপরাজিত রয়েছেন।

বিজ্ঞাপন

কিন্তু শের-ই-বাংলার পিচ যে ভয়ানক টার্নিং তাতে উইকেটে চতুর্থ দিনে তারা কতক্ষণ নিজেদের উইকেটে আঁকড়ে থাকতে পারবেন সেটিই হয়ে উঠেছে বিবেচ্য বিষয়। যদি পারেন, খুবই ভাল। চলমান জাতীয় লিগে আরেকটি জয়ের পালক খুলনার মুকুটে যোগ হবে। আর সেটা না হলে চলতি মৌসুমে প্রথম জয়ের হর্ষে ভাসবে রংপুর বিভাগ।

প্রথম ইনিংসে খুলনা বিভাগের সংগ্রহ ছিল ২৩৩ রান। অন্যদিকে রংপুর বিভাগের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২৪ আর দ্বিতীয় ইনিংস থামে ২২১ রানে। দ্বিতীয়ে ইনিংসে খুলনার হারানো ৫ উইকেটের ৪টিই নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। অপরটি ছিল মুকিদুল ইসলামের দখলে।

এদিকে দিনের অপর ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে জয়ের জন্য লড়ছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা ৭ উইকেটে ৪৭৫ রানে ইনিংস ঘোষণা করলে ২৪৫ রানে পিছিয়ে যায় রাজশাহী বিভাগ। ক্রিকেটীয় নিয়মের দ্বিতীয় ইনিংসের শুরুটা সেখান থেকেই করেছে। তবে মোটেও সন্তোষজনক হয়নি। স্কোর বোর্ডে ৭৭ রান তুলতেই হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। তৃতীয় দিন শেষে ৪১ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ জুনাইদ সিদ্দিকী ও তরুণ নাজমুল হোসেন শান্ত ১৭ রানে। দিন শেষে ১৬৮ রানে এগিয়ে নাদিফ চৌধুরীরা।

জুনাইদ, শান্ত ক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিনে ম্যাচটিকে তারা কতদূর এগিয়ে পারেন সেটাই দেখার বিষয়। তবে আর যাই হোক ম্যাচটিতে কোনো ফলাফল আসছে না সেটা খুব সহজেই অনুমেয়। তৃতীয় দিনে রাজশাহীর পতন হওয়া তিন উইকেটের দুটি নিয়েছেন নাজমুল ইসলাম অপু। অপর উইকেটের শিকারি সালাহউদ্দিন শাকিল।

খুলনা বনাম রংপুর জাতীয় ক্রিকেট লিগ এনসিএল জিয়াউর রহমান ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগ মেহেদী হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর