হতাশা যেন ছাড়ছেই না বার্সার পিছু। লা লিগার পর এবারে চ্যাম্পিয়ন্স লিগেও জ্বলে উঠতে পারেনি ভালভার্দে শীষ্যরা। নিজেদের মাঠে স্লাভিয়ার সাথে গোলশূণ্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই অনুজ্জ্বল ছিলো কাতালানরা। প্রতিপক্ষের গোল পোস্টে বারবার আক্রমণ করলেও প্রতিবার বাধ সেধেছেন স্লাভিয়া প্রাগের গোলরক্ষক ওন্দ্রেজ কোলার। অসাধারন নৈপূণ্যে বারবার হতাশা বাড়িয়েছেন স্বাগতিকদের।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন মেসি। তবে শট বারে লেগে ফিরে আসায় সে সুযোগ হাতছারা হয় ভালভার্দে শীষ্যদের। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেছিলো মেসি গ্রিজম্যানরা। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে মেসির জোড়ালো শট ঠেকিয়ে নিজের সক্ষমতা জানান দেন কোলার। সেই সাথে আটকে দেন স্বাগতিকদের জয়ের স্বপ্নও। ম্যাচের শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কোনো দলই। ফলে গোল শূণ্য ড্র নিয়েই খুশি থাকতে হয় কাতালানদের।
৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।