চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে লিভারপুল। নিজেদের মাঠে গেঙ্ককে ২-১ গোলে হারিয়ে হ্যাট্রিক জয় তুলে নিল দলটি।
ম্যাচের শুরু থেকেই পুরো মাঠ জুড়ে আধিপত্য বিস্তার করছিল ক্লপ শীষ্যরা। একের পর এক আক্রমণে নাজেহাল করে দিচ্ছিলো প্রতিপক্ষের ডিফেন্স। ম্যাচের ১৪ মিনিটে অল রেডদের এগিয়ে দেন জর্জিনিও উইজনাল্ডুম। তবে ৪০ মিনিটে অ্যানফিল্ডের স্বাগতিক দর্শকদের হতবাক করে দলকে সমতায় ফেরান বাওয়ানা সামাত্তা। কর্ণার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করেন তিনি।
সমতায় প্রথমার্ধ শেষ হলেও নতুন উদ্যমে দ্বিতীয়ার্ধ শুরু করে স্বাগতিকরা। ৫৩ মিনিটে অল রেডদের লিড এনে দেন চেম্বারলাইন। ডি-বক্সের মধ্যে মোহামেদ সালাহর পাস পেয়ে বাঁ পায়ের নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড।
এই গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ক্লপ শীষ্যরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নাপোলি।