Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খরচ কমাতে উদ্বোধনী অনুষ্ঠান বাদ আইপিএলের


৬ নভেম্বর ২০১৯ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে সাধারণত জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। সেটি আয়োজন করতে প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।  পুরোটাই অপচয় বলে মনে করছেন এর কর্তারা।

খরচ কমাতে বাতিল হয়ে গেলো আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। গত সোমবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেন কতৃপক্ষ।

গেলোবারের আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়েছিলেন পিট বুল, শাহরুখ খান, হৃতিক রোশন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, কেটি পেরির মতো তারকারা। তবে এবার আর দেখা যাবে না নামিদামি কোনো তারকাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। ক্রিকেট যারা পছন্দ করেন, তারা এ নিয়ে আগ্রহী নন।

বিজ্ঞাপন

মূলত, সে কারণেই গভর্নিং কাউন্সিলের বৈঠকে আসন্ন আইপিএল থেকে উদ্বোধনী অনুষ্ঠান তুলে দিতে সর্বসম্মতভাবে রাজি হন কর্তারা। এর জন্য বরাদ্দ টাকা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।

IPL আইপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর