অনিশ্চয়তায় আরামবাগ, অনিশ্চয়তায় মাস্টারমাইন্ড
৬ নভেম্বর ২০১৯ ২১:৩৭
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুমের প্রস্তুতিতে দলবদলের সব কাজ সেড়ে ফেলছে দেশের ক্লাবগুলো। ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল, শেখ জামাল, ঢাকা আবাহনীসহ প্রায়ই সব ক্লাবই। তবে এর মধ্যে সবচেয়ে অনিশ্চয়তার নাম আরামবাগ ক্রীড়া সংঘ। ক্যাসিনো কাণ্ডে ক্লাবে ঝুলছে তালা। দলের ফুটবলাররাও অনিশ্চয়তা দেখে পাড়ি জমিয়েছে অন্য ক্লাবগুলোতে।
অনিশ্চয়তায় আছেন সেই দলের প্রধান কোচ মারুফুল হকও। এখনও কোনও ক্লাবের হয়ে চুক্তি করেননি জাতীয় দলের সাবেক এই কোচ।
সম্প্রতি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করা মারুফুল এখনও চূড়ান্ত করেননি পরবর্তী গন্তব্য।
জামাল-রহমতদের নিয়ে আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে বন্দরনগরীদের তুলেছিলেন আরামবাগের এই কোচ। আসন্ন প্রিমিয়ার লিগকে সামনে রেখে এখনও চূড়ান্ত হয়নি তার পরবর্তী দল।
শেখ কামাল টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স দেখে মারুফুল হককেই পূর্ণকালীন কোচ হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম আবাহনীর ক্লাব কর্তৃপক্ষ। তবে এখনই সিদ্ধান্তে পৌঁছাতে চান না দেশ সেরা এই কোচ।
ক্যাসিনো কাণ্ডের পর হাতে গড়া আরামবাগ ক্লাবের ভবিষ্যত নিয়ে মর্মাহত মারুফুল ফেসবুক পেজে তার কষ্টের কথাগুলো জানান এভাবে, ‘একটা স্বপ্ন একটা আশা ছিল, তোমাদের নিয়ে দুর্গম গিরি পারি দিব, অসম্ভবকে সম্ভব করব। একটা ঝড় সবকিছু উলটপালট করে দিল। একটি স্বপ্নের… অপমৃত্যু ঘটলো। তোমরা যে যেখানে আছো খুব ভাল থাকবে, নিজের সেরাটা দিয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখবে। মহান আল্লাহ তায়ালা তোমাদের সহায় হবেন ইনশাল্লাহ।’
তার হাত ধরে আরামবাগ দলটি প্রথমবারের মতো স্বাধীনতা কাপ জিতেছিল এক মৌসুম আগে। তার কোচিংয়ে বেড়ে ওঠা রবিউল, সুফিল, আরিফরা এখন লাল-সবুজ জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তৈরি হচ্ছে। আরামবাগে এক ঝাঁক ফুটবলার এখনও দল পায়নি। তাদের বিভিন্ন ক্লাবে দিয়েই তবে নিজের পরবর্তী ঠিকানা চূড়ান্ত করবেন বলে জানান মারুফুল, চট্টগ্রাম আবাহনী থেকে প্রস্তাব পেয়েছি। এখনও সিদ্ধান্ত নিতে পারছি না। আগে আরামবাগ ক্লাবের অন্য ফুটবলাররা বিভিন্ন দলে যাক। তারপর সিদ্ধান্ত নেয়া যাবে।’
জাতীয় দলের বর্তমান সাফল্য নিয়ে কথা বললেন এই কোচ, ‘প্রিমিয়ার লিগে যদি ভাল কোচ যদি কাজ না করতো তাহলে এটা সম্ভব হতো না হয়তো। কেউ একজন দশ বা সাতদিনের ট্রেনিংয়ে ভাল করছে এর পেছনে লিগের কোচদের অবদান আছে। মৌসুমজুড়ে খেলোয়াড়দের পেশাদার ফুটবলার হিসেবে তৈরি করা হচ্ছে ক্লাবে।’
আরামবাগ ক্রীড়া সংঘ চট্টগ্রাম আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিপিএল মারুফুল হক