Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজামের সঙ্গে সাইফের আনুষ্ঠানিক চুক্তি


৭ নভেম্বর ২০১৯ ২০:৪৬

ঢাকা: জোনাথন ম্যাকেনস্ট্রি উগান্ডা জাতীয় দলের কোচ হওয়ার পর নতুন কোচের সন্ধানে নেমেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টসের কোচ মোহাম্মদ নিজামের সঙ্গে চুক্তি করতে চলেছে দলটি। অবশেষে আজ আনুষ্ঠানিক চুক্তির কাজটি সেড়ে ফেলেছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ক্লাবটি।

এক বছরের জন্য মালদ্বীপের এই কোচের সঙ্গে চুক্তি করেছে সাইফ। আগামী মৌসুম থেকে সাইফের ডাগআউটে দাঁড়াবেন নিজাম।

এর আগে ২০১৭ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে টিসি স্পোর্টসকে চ্যাম্পিয়ন করেছিল মোহাম্মদ নিজাম। পারফরম্যান্সের ভিত্তিকে তাকে দলে ভেড়ানো হয়েছে বলে জানান ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী, ‘এবার একটু পারফরম্যান্স বেস্ট একটা কোচ চেয়েছি। বাংলাদেশের ক্ষেত্রে হঠাৎ করে একজন কোচ আসে তখন একটু ‘ট্রায়াল এন এরর’ করেন। আমাদের এই দলটা মোটামুটি চার বছর ধরে একসঙ্গে খেলছে। চারটা বছর একসঙ্গে খেলবে তাদের যোগ্যতা তারা প্রুভ করেছে। এখন যেটা হবে পারফরম্যান্স ভিত্তিক কাজ চলবে। নতুন কোচ আসলে তারা একু টাইম নেয়। একটু সেটল হওয়ার জন্য একটু সময় নেয়। নিজামও হাইপ্রফাইল।’

মালদ্বীপ ছেড়ে বাংলাদেশে এসে নিজের লক্ষ্যের কথা জানালেন নিজাম, ‘আমি কেন এসেছি তার নির্দিষ্ট কারণ আছে। আমি এই দেশের সংস্কৃতি জানি। খেলোয়াড়দের চিনি। বেশ কয়েকবারই এসেছি। আমি সাইফে আসার পেছনে একটা কারণ আছে। সাইফের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। তাদের পাইপলাইনও অনেক ভালো আছে। জুনিয়র দল থেকে সিনিয়র দলটাও সমৃদ্ধ। তাদের একটা ভিশন আছে।’

ঘরোয়া ফুটবলের সবগুলো টুর্নামেন্টই জিততে চান নিজাম, ‘প্রতিযোগিতা জেতাই আমার প্রথম ও শেষ দায়িত্ব।’

আসন্ন প্রিমিয়ার লিগে নিজেদের টার্গেটটাও জানালেন সাইফের ব্যবস্থাপনা পরিচালক, ‘দেশি বিদেশি মিলে এবার ভাল দল হয়েছে। এবার অন্তত গতবারের থেকে ভাল পজিশনে থাকবো। আমাদের টার্গেট সেকেন্ড পজিশন পর্যন্ত যাওয়া।’

কোচ চুক্তি মোহাম্মদ নিজাম সাইফ স্পোর্টিং ক্লাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর