Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওল্ড ট্রাফোর্ডে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের


৮ নভেম্বর ২০১৯ ১০:১৪

উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হেসে খেলেই জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে গ্রুপ পর্বের আরও দুই ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে রেড ডেভিলরা। পার্টিজান বেলগ্রেডকে ৩-০ ব্যবধানে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এল গ্রুপের শীর্ষে অবস্থান শোলশায়ারের দলের।

এমন বড় ব্যবধানে জয়ের পাওয়ার পরেও সার্বিয়ার ক্লাবটির বিপক্ষে ইউনাইটেড জয়ে পেতে পারত কমপক্ষে ৬-০ গোলের ব্যবধানে। রেড ডেভিলদের জার্সিতে মার্কোস রাশফোর্ড পেয়ে যেতে পারতেন প্রথম ১৫ মিনিটেই হ্যাটট্রিক। তবে গোল মিসের মহড়ার পর আর ব্যবধান ৩-০ এর বেশি করতে পারেননি মার্শিয়াল-রাশফোর্ডরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর এবারই প্রথম ওল্ড ট্রাফোর্ডে একটির বেশি গোলের আনন্দে ভেসে পুরো ওল্ড ট্রাফোর্ড।

ম্যাচের ২২ মিনিটে মেসন গ্রিনউডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। প্রথমার্ধে একের অধিক সহজ সুযোগ হাতছাড়া করার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যান রাশফোর্ড। ম্যাচের ৪৮ মিনিটে অ্যাশলি ইয়াংয়ের অ্যাসিস্ট থেকে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন রাশফোর্ড।

পার্টিজেনকে হারানো এই ম্যাচ দিয়ে ইউরোপা লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ইউনাইটেড। গ্রুপের পরের ম্যাচে এজেড আলকামারকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব-৩২ নিশ্চিত হবে ওলে গানার শোলশায়ারের দলের।

উয়েফা ইউরোপা লিগ ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর