Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের উদ্দেশে রওনা বাংলাদেশ টেস্ট দলের


৮ নভেম্বর ২০১৯ ১১:৫২ | আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। আর এই ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। অধিনায়ক মুমিনুলসহ আরও নয় টাইগার ক্রিকেটার টেস্ট খেলতে ভারত সফরে যুক্ত হচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১১টায় ভারতের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

অধিনায়ক মুমিনুল ছাড়া বাকিরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। সদ্য ডাক পাওয়া সাইফ হাসান আছেন জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয়টিতে গোলাপি বলে খেলবে বাংলাদেশ ও ভারত।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

টেস্ট টেস্ট দল বাংলাদেশ বনাম ভারত ভারতে রওনা মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর