Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষ সবাই বাংলাদেশের নিচে, চ্যাম্পিয়নের সুযোগ


১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২২ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আসছে মার্চে ওমানে এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপে আছে হংক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান। তুলনামূলক অনেক সহজ প্রতিপক্ষ তারা। সবারই র‌্যাংকিং অবস্থান বাংলাদেশের অনেক পেছনে।

আইএইচএফের সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ আছে ৩০ তম অবস্থানে। বাংলাদেশের গ্রুপে থাকা অন্য চার দলের মধ্যে দুই দলের অবস্থান শুধু উল্লেখ আছে। হংকং ৪৫ ও থাইল্যান্ড আছে ৪৭ তম অবস্থানে। বাকী দুই দলেরই কোনও অবস্থান নেই প্রদেয় র‌্যাংকিংয়ে।

৮-১৭ মার্চ ওমানে হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব।  গ্রুপ নির্ধারন হয়েছে দুদিন আগে। ৯টি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পুল ‘এ’ তে বাংলাদেশকে মোকাবেলা করবে হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান। পুল ‘বি’ তে রয়েছে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও কাজাখস্তান। বাংলাদেশ যে হেসেখেলেই ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসের টিকিট কাটবে সেটি বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

সর্বশেষ খবর অনুয়ায়ি ৯ টি দল থেকে ৫ টি দল কোয়ালিফাই করবে এশিয়ান গেমসের জন্য। আগ থেকেই চুড়ান্ত পর্বের জন্য মনোনীত হওয়া দক্ষিন কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও চীনের সাথে রয়েছে স্বাগতিক ওমান। এই ৭ দলের সাথে ওমানে বাছাইপর্বের শীর্ষ ৫ দল নিয়ে মোট ১২ দলের হবে এশিয়ান গেমস হকি।

৮ মার্চ বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে ৯ মার্চ। ১০ মার্চ প্রতিপক্ষ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং এবং ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

বাংলাদেশের ম্যাচের সময়সুচী
তারিখ সময় প্রতিপক্ষ
৯   মার্চ         ৪:০০ আফগানিস্তান
১০ মার্চ         ৬:০০ থাইল্যান্ড
১২ মার্চ         ৪:০০ হংকং
১৩ মার্চ         ৪:০০ ইন্দোনেশিয়া

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর