Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলানে ফিরছেন ইব্রা


৮ নভেম্বর ২০১৯ ১৫:২৬

এলএ গ্যালাক্সি অধ্যায় শেষে এসি মিলানে ফিরতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ । মেজর লিগ সকার কমিশনার ডন গার্বার নিশ্চিত করছেন ইব্রার ফেরার বিষয়টি।

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ইব্রাহিমোভিচের। দুই বছরে মেজর লিগ সকারে দলটির হয়ে করেছেন মোট ৫৩ টি গোল।

সিরি ‘এ’তে তার ফেরার খবর জানালেন গার্বার, জ্লাতান খুবই মজার একজন মানুষ। অনেক রোমাঞ্চকর সে। আমাকে সে ব্যস্ত রাখে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তার বয়স ৩৮ বছর, কিন্তু তাকে নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব এসি মিলান।’

এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এসি মিলানে খেলেছিলেন এই সুইডিশ তারকা। সেবার মিলানের হয়ে  ৬১ ম্যাচ খেলে করেছিলেন ৪২ টি গোল।

ইব্রাহিমোভিচ এসি মিলান জ্লাতান ইব্রাহিমোভিচ মেজর লিগ সকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর