Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএ কারাতের প্রথম দিনে বাংলাদেশের চার স্বর্ণ


৮ নভেম্বর ২০১৯ ১৮:৫৫

শুরু হল দুই দিনব্যাপী পঞ্চম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রথম দিনে ৪ টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।

তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা ও সাউথ এশিয়ান কারাতে দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টুসহ অন্যান্য কর্মকর্তরা।

বিজ্ঞাপন

প্রথম দিনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বাংলাদেশ দলের বিজয়, প্রশান্ত ও রাব্বি এবং রৌপ্য পেয়েছেন ভারতের আজাঙ্কা, বিধান ও ইয়াস বানসাল।

ক্যাডেট পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণ পেয়েছে ভারতের অমিয়া সুন্দর। রৌপ্য পেয়েছেন বাংলাদেশের তায়েম হাওলাদার।

অনূর্ধ্ব-২১ পুরুষ ব্যক্তিগত কাতা ইভেন্টে স্বর্ণ লাভ করেন ভারতের বিন্দিয়া নাভেন। সিলভার পেয়েছেন বাংলাদেশ দলের সাহাদুল।

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও নেপালের ২৪৫ জন খেলোয়াড়। কাল সিনিয়রদের খেলা দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর