Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো বাছাইপর্বের জন্য স্পেনের দল ঘোষণা


৯ নভেম্বর ২০১৯ ১৩:৩২

ইউরো ২০২০ বাছাইপর্বে আসন্ন রোমানিয়া এবং মাল্টার বিপক্ষে ম্যাচের জন্য তারকাবিহীন ২৩ সদস্যের দল ঘোষণা করলো স্পেন।

তিন বারের ইউরো চ্যাম্পিয়নদের দলে জায়গা হয়নি অ্যাতলেতিকোর কোকে, দিয়েগো কস্তা, সেল্টা ভিগোর ইয়াগো আসপাস, রিয়াল মাদ্রিদের ইসকো, আলভারো অদ্রিওজোলা, চেলসির মার্কোস অলোনসো, সিজার আজপিলিচুয়েতা, সেভিয়ার সার্জিও রেগুইলন, পিএসজির পাবলো সারাবিয়া, আর্সেনালের দানি কাবালোসের মতো তারকাদের।

বিজ্ঞাপন

আগামী ১৫ এবং ১৮ নভেম্বর মাল্টা এবং রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে রাবার্তো মোরেনো শীষ্যরা।

স্পেনের স্কোয়াড:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা, পাউ লোপেজ
ডিফেন্ডার: দানি কারভাহাল, জেসুস নাভাস, হোসে গায়া, বার্নাট, রাউল আলবিওল, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস এবং পাউ তোরেস
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, থিয়াগো, রদ্রি, সাউল, সান্তি কাজোরলা এবং ফ্যাবিয়ান রুইজ
ফরোয়ার্ড: রদ্রিগো মোরেনো, মাইকেল ওয়ারজাবাল, পাকো আলকাসের, জেরার্ড মোরেনো, আলভারো মোরাতা এবং দানি ওলমো।

ইউরো বাছাই মাল্টা রোমানিয়া স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর