Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপের ম্যাচে টাইগারদের মিস ফিল্ডিংয়ের মহড়া


১০ নভেম্বর ২০১৯ ২২:৪৬

একেতো ভারতের মাঠ। তার ওপর সিরিজ নির্ধারণী ম্যাচ। সব মিলিয়ে শুরু থেকেই পাহাড়সম চাপে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়িয়ে দিতেই যেন মিস ফিল্ডিংয়ের প্রতিযোগিতায় মেতে উঠল লাল সবুজের দল। কখনও ক্যাচ মিস তো কখনো ফিল্ডিং মিস। হাতের নিচ দিয়ে, শরীরের নিচ দিয়ে বল বাউন্ডারি সীমানায় ছুটে চলাই হয়ে উঠেছিল বাংলাদেশের ফিল্ডিংয়ের অতিপরিচিত দৃশ্য।

আন্তর্জাতিক ক্রিকেটে হাফ চান্সকেও ফুল করতে হয়- সেই দীক্ষা যেন আজ ভুলেই গিয়েছিল ডোমিঙ্গ শিষ্যরা। আর সেই ম্যাচটি যদি ভারতের বিপক্ষে! তাহলে তো কথাই নেই। পান থেকে চুন খসলেই যেখানে সর্বনাশ!

বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের ৬ষ্ঠ ওভার থেকে শুরু হয় মিসের মোহরা। শ্রেয়াস আইয়ারের সহজ ক্যাচ তালুবন্দি করতে গিয়ে ফেলে দেন বিপ্লব। ঠিক তার পরের বলে মিস ফিল্ডিংয়ের জন্য চার পেয়ে যায় স্বাগতিকরা।

১৮ ওভারের শেষ দিকে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শিভাম ডুবের মিড উইকেটে উড়ে আসা বল এবারো তালুবন্দি করতে ব্যর্থ হন বিপ্লব। সহজ দুটো সুযোগ হাতছাড়া বাংলাদেশের।

এছাড়াও পুরো ম্যাচ জুড়েই চলে মিসের মহড়া। যার খেসারত খুব ভালোভাবেই পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ পাহাড়সম রানের টার্গেট বাংলাদেশের সামনে দাড় করিয়ে দেয় ভারত।

টপ নিউজ তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর