নিকোলাস পুরানকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি
১৩ নভেম্বর ২০১৯ ১৫:৪৯
উইন্ডিজ জাতীয় দলের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ক্রিকেটে চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বলের আকৃতি বদলানোর চেষ্টা করেন এই উইন্ডিজ ব্যাটসম্যান। গেল সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ম্যাচ রিপোর্ট অনুযায়ী আইসিসির কোড অব কনডাক্ট ভঙ্গ করেন পুরান।
আইসিসির আনা অভিযোগ স্বীকার করে নেন পুরান। কোড অব কন্ডাক্টে দেখা মেলে আইসিসির লেভেল-৩ ভঙ্গ করেন। কোড অব কনডাক্টের ২.১৪ ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। ভিডিও অ্যানালাইসিস থেকে দেখা মেলে বলের উপরিভাগের আকৃতি পরিবর্তনের চেষ্টা করেন পুরান।
আর এতেই আইসিসি তাকে টি-টোয়েন্টিতে চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই মিস করবেন এই ব্যাটসম্যান। সেই সঙ্গে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিও মিস করবেন তিনি। পুরানের রেকর্ডের সঙ্গে যুক্ত হবে পাঁচ ডিমেরিট পয়েন্টও।
আইসিসি চার ম্যাচের নিষেধাজ্ঞা নিকোলাস পুরান নিষেধাজ্ঞা বল টেম্পারিং