Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোর জয়ে আশাবাদী মমিনুল


১৩ নভেম্বর ২০১৯ ১৭:০১

টি টোয়েন্টি সিরিজের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। রাত পোহালেই যার শুরুটা হবে ইন্দোরে। আর এর মধ্য দিয়েই ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করবে বাংলাদেশ।

কিন্তু পরিতাপের বিষয় হল, দলের ঐতিহাসিক  এই মিশনে নেই, দুই কান্ডারি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তামিম নেই  পারিবারিক কারণে। আর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় অনুস্পস্থিত সাকিব আল হাসান। সিনিয়র অভিজ্ঞদের অনুস্পস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন মমিনুল হক। বাংলাদেশের ১১ তম এই টেস্ট অধিনায়ক বেশ আশাবাদী এই টেস্ট নিয়ে।

বিজ্ঞাপন

‘ভারতের বিপক্ষে একটি পুর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলা সত্যিই অসাধারণ। আমি ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং সেই সাথে আমি বেশ রোমাঞ্চিতও বটে। আমরা জানি কিভাবে ভালো খেলতে হয় এবং সেই ব্যাপারে আমি আশাবাদী।’

দলের অন্যতম প্রধান দুই খেলোয়াড়বিহীন এই টেস্ট জিতে চ্যাম্পিয়নশিপ শুরু করতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাচ জেতায় বেশ প্রত্যয়ী দেখা গেলো তাকে।

তিনি বলেন, ’আমাদের প্রস্তুতির কোন ঘাটতি নেই। তাই আমরা চাপমুক্ত থেকে ভালো কিছু করার চেষ্টা করব।’

অধিনায়কত্ব নিজের ব্যাটিংয়ে প্রভাব ফেলবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না অধিনায়কত্ব আমার ব্যাটিং পরিবর্তন করবে। আমি আমার স্বভাবিক খেলাই খেলবো। তবে আমি মনে করি অধিনায়কত্বের কারণে আমার খেলার দক্ষতা বৃদ্ধি পাবে।’

২২ নভেম্বর থেকে শুরু হওয়া কলকাতার দিবা রাত্রির টেস্ট নিয়েও খুব একটা চিন্তিত নন এই অধিনায়ক। তিনি জানান, ‘যেকোনো সময় যে কারো জন্য ভালো সুযোগ তৈরি হয়ে যেতে পারে। আমরা ঢাকায় গোলাপী বলে অনুশীলন করেছি। তবে এখানে(ভারতে) আসার পর একবারও গোলাপী বলে অনুশীলন করি নি। তবে সময় আছে হাতে। আমরা এই বল সম্পর্কে একেবারেই ধারণা নেই। কতটা সুইং করে বল সে সম্পর্কে ধারণা খুব একটা নেই আমাদের। এটা একটি বড় সমস্যা আমাদের জন্য। তবে আমি মনে করি একটি সুযোগ আমাদের জন্য তৈরি হবেই। সেটিই আমরা কাজে লাগাবো যাতে ভবিষ্যতে গোলাপী বলে আরও টেস্ট খেলতে পারি।’

বিজ্ঞাপন

ইন্দোর টেস্ট গোলাপী বলে টেস্ট বাংলাদেশ বাংলাদেশ ভারত টেস্ট ভারত মমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর