Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত শুরু


১৪ নভেম্বর ২০১৯ ১৫:৩৭

এশিয়ার ৮ জাতির টুর্নামেন্ট ইমার্জিং এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছে আয়োজক বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

হংকংয়ের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ছুঁয়েছে মাত্র ১ উইকেটের খরচার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের কৌশলী বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৬৪ রান।

দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হারুণ আরশাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে আইজাজ খানের ব্যাট থেকে।

বল হাতে বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছেন মিডিয়াম পেসার সুমন খান। হংকংয়ের ৪ ব্যাটসম্যানকে একাই সাজ ঘরের পথ দেখিয়েছেন তিনি। বাকি ৫ উইকেটের মেহেদি হাসান ২টি এবং হাসান মাহমুদ ও আফিফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন।

১৬৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ  দুই ওপেনার সৌম্য সরকারের ৭৪ বলে অপরাজিত ৮৪ ও নাইম শেখের ৫২ বলে ৫২ রানে বিনা উইকেটে সংগ্রহ করে ৯৪ রান।

১৬তম ওভারে এহসান খানের বলে নাইম শেখ কট বিহাইন্ড হন নাইম।

এরপর দ্বিতীয় উইকেটে নেমে সৌম্যর সাথে ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাজমুল হোসেন শান্ত। স্বাগতিক অধিনায়ক ২২ বলে খেলেন ২২ রানের ঝড়ো ইনিংস

ইমার্জিং এশিয়া কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর