টেস্ট ফিরছে পাকিস্তানে
১৪ নভেম্বর ২০১৯ ১৮:১৯
দীর্ঘ ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নিষিদ্ধ ছিলো। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় পাকিস্তানকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছর সেই শ্রীলঙ্কার সাথেই রঙ্গিন পোষাকে নিজেদের মাটিতে খেলেছিল পাকিস্তান। এবার সাদা পোষাকে নিজেদের মাটিতে খেলতে যাচ্ছে দলটি। যেই শ্রীলঙ্কাতেই শেষ, সেই শ্রীলঙ্কা দিয়েই আবার শুরু করতে যাচ্ছে দলটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির বরাত অনুযায়ী আগামী মাসে দুটি টেস্ট খেলতে পাকিস্তান আসছে শ্রীলঙ্কা দল। ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের ১ম টেস্টটি মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্টটি হবে ১৯ ডিসেম্বর করাচীতে।
২০০৯ সালের পর নিজেদের মাটিতে টেস্ট খেলেনি পাকিস্তান। লাহোরে সেবার শ্রীলঙ্কা খেলোয়াড়দের বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হবার কারণে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নিষিদ্ধ হয় দেশটি।