ভারত ম্যাচের স্কোয়াড নিয়ে ওমানের বিপক্ষে মাঠে বাংলাদেশ
১৪ নভেম্বর ২০১৯ ২১:৩১
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ওমানের সঙ্গে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে যুব ভারতী স্টেডিয়ামে যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল জামাল ভূঁইয়ারা ওমান ম্যাচেও সেই স্কোয়াডের কোন পরিবর্তন করেননি কোচ জেমি ডে। স্কোয়াড অপরিবর্তন রেখেই চতুর্থ ম্যাচে পয়েন্ট নিয়ে আসার লড়াইয়ে নেমেছেন লাল-সবুজরা।
মাস্কটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচে ভারতের যে স্কোয়াড রেখেছিলেন জেমি ডে, সেই দলের কোন পরিবর্তন না রেখে ওমানের সঙ্গে মাঠে নামানো হয়েছে।
গোলবারের নিচে আশরাফুল ইসলাম রানাকে রেখে উপরে রক্ষণ ভাগে রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, রায়হান হাসানকে রাখা হয়েছে। মাঝমাঠে জামাল ভূঁইয়াকে রেখে তার উপরে বিপলু, সোহেল রানা, বিপলু আহমেদ রেখে উপরে আক্রমণভাগে ইব্রাহিম, সাদ উদ্দীন ও নবীব নেওয়াজ জীবনকে রাখা হয়েছে।
কৌশলে কোনও পরিবর্তন আনেননি জেমি। রক্ষণে জমাট বেধে জামাল ভূঁইয়াকে দিয়ে পুরো জমাটবদ্ধ খেলানোর কৌশলে নেমেছে জেমির শিষ্যরা।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, রক্ষণভাগ: রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, রায়হান হাসান। মাঝমাঠ: জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, বিপলু আহমেদ ও আক্রমণভাগ: মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দীন ও নবীব নেওয়াজ জীবন
ওমান
আলি আল হাবসি, মোহাম্মদ আল মুসালামি, আমরান সাইদ, মহসিন খালদি, আহমেদ মুব্রারাক, আল মান্ধার, মুহসেন সালেহ, আলি সুলাইমান, আল আঘবারি, আব্দুল আজিজ ঘেলাইনি