শ্রীলঙ্কার দায়িত্ব নিতে যাচ্ছেন মিকি আর্থার!
১৫ নভেম্বর ২০১৯ ১৬:০৯
অনেক দিন থেকেই চলছিল জল্পনা কল্পনা। শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কে সে ব্যাপারে। তবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটতে চলছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দলের হেড কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ কমিটি। মার্ক রামপ্রকাশ শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে আর্থারকে হেড কোচ পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় বোর্ড।
এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্থার দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বে ছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ছিলেন অজিদের হেড কোচ। তারপর তিনি দায়িত্ব নেন পাকিস্তান দলের।
পাকিস্তান তাঁর অধীনে টি-২০ র্যাঙ্কিংয়ে উন্নতি লাভ করে। ৩৭ টি-২০ এর ভেতর ৩০ টিতেই জিতেছিল পাকিস্তান। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর মূল নায়কও ছিলেন ৫১ বছর বয়সি এই কোচ।