বহিষ্কার হলেন শাহাদাত
১৮ নভেম্বর ২০১৯ ১৮:০৩
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন মাঠে সতীর্থকে চড়-থাপ্পড় মারায় ষষ্ঠ রাউন্ডের শেষ দুই দিন থেকে বহিষ্কার হলেন শাহাদাত হোসেন রাজীব। উগ্র এই পেসারের জন্য অবশ্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। কেননা আরাফাত সানি জুনিয়রকে লাঞ্ছিত করে তিনি ভেঙেছেন লেভেল ৪। যার শাস্তি ন্যূনতম ১ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা।
ম্যাচ রেফারি আখতার আহমেদ ওই দিন ঘটে যাওয়া অপ্রত্যাশিত এই ঘটনার প্রতিবেদন পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধানের কাছে।
টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু সোমবার (১৮ নভেম্বর) সারাবাংলাকে জানান, ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। যার শাস্তি ১ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা। দেখি আমরা কাল টেকনিক্যাল কমিটির মিটিংয়ে বসব। এরপর সিদ্ধান্ত জানাতে পারব।
উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় আরাফাত সানি জুনিয়রকে বল ঘসে দিতে বলেন ঢাকা বিভাগের এই পেসার। আরাফাত সানি তাতে গরিমসি দেখালে ক্ষিপ্ত হয়ে মাঠের মধ্যেই তাকে কয়েক দফা চড় থাপ্পড় মারেন শাহাদাত। উপস্থিত দুই দলের অন্যান্যরা তাকে থামাতে গিয়েও প্রথমে ব্যর্থ হন। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
জাতীয় দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদাত হোসেনের উগ্র মেজাজের কথা কম বেশি সবাই জানেন। বছর চারেক আগে গৃহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে স্ত্রী সমেত জেল খেটেছেন। ২০১৭ সালে এক সিএনজি চালককে দিনে দুপুরে লাঞ্ছিত করে আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন। মাঝখানে বছর দেড়েক ভালোই ছিলেন। এবার শিরোনাম হলেন মাঠে সতীর্থ প্লেয়ারকে পিটিয়ে।
শাহাদাত হোসেন বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালের মে মাসে।
আরও পড়ুনঃ মাঠেই আরাফাত জুনিয়রকে পেটালেন শাহাদাত