Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী চার মাস ঘাড় ঘোরানোর সময় নেই জামাল ভূঁইয়াদের


১৮ নভেম্বর ২০১৯ ২১:৩৮

ঢাকা: সামনের চার মাস ব্যস্ত সময় কাটবে জাতীয় দলের ফুটবলারদের। এসএ গেমসকে সামনে রেখে আর ক’দিনের মধ্যে ক্যাম্পে যোগ দিবে জামাল ভূঁইয়ারা। মাঝে লিগে যে যার ক্লাবের হয়ে ব্যস্ত সময় কাটাতে হবে। সঙ্গে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য প্রস্তুত হতে হবে। মার্চে আবার বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।

তিন তিনটি বড় চ্যালেঞ্জের সামনে ঘাড় ঘোরানোর সময় পাবেন না জামাল ভূঁইয়ারা। মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলতো (বিপিএল) আছেই।

বিজ্ঞাপন

সেই হিসেবে আগামী এপ্রিলের আগে দম নেয়ার ‍সুযোগ নেই ফুটবলারদের। একটার পর একটা চ্যালেঞ্জ নিতে হবে তাদের। অবশ্য ফুটবলারদের চ্যালেঞ্জ নিতেই হয়।

চ্যালেঞ্জগুলো আগামী চার মাসের মধ্যেই। প্রথমত নেপালে ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ১৩তম দক্ষিণ এশিয়ান গেমস (এসএ)। এই মিশনকে সামনে রেখে দুয়েকদিনের মধ্যে ক্যাম্পে যোগ দিবেন জামাল ভূঁইয়ারা। ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করার কাজ শেষ করেছেন তিনি। সিনিয়র কোটায় জামাল ভূঁইয়া, গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও স্ট্রাইকার হিসেবে নবীব নেওয়াজ জীবন সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব-২৩’র দলে।

এবার স্বর্ণ পদক নিয়ে ফিরতে চান কোচ জেমি ডে। সবশেষ ২০১০ সালে ঢাকায় স্বর্ণপদক লাভ করেছিল বাংলাদেশ। তার আগে একবার ১৯৯৯ সালে নেপাল থেকেই প্রথমবার এসএ গেমসের স্বর্ণ জিতেছিল লাল-সবুজরা। মাঝে ভারত আসরে আয়োজকদের কাছে হেরে সেমি ফাইনালে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এবার স্বর্ণ জয়ই মূল লক্ষ্য কোচের, ‘স্বর্ণ পদক পেতে চাই। আমার অধীনে খেলোয়াড়রা প্রায় দেড় বছর থেকে খেলছে। তাদের বোঝাপড়াটা ভাল হবে।’

বিজ্ঞাপন

এসএ গেমস যেতে না যেতেই ফেডারেশন কাপ শুরু হয়ে যাবে দেশে। স্বাধীনতা কাপসহ লিগ শুরু হবে এরমধ্যেই। লিগ, কাপের খেলার মধ্যে আরেকটা চ্যালেঞ্জ চলে আসবে জামাল ভূঁইয়াদের সামনে। তাহলো বঙ্গবন্ধু গোল্ডকাপ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। জাতীয় দল নিয়ে সেই লড়াইটাতেও ব্যস্ত থাকবে ফুটবলাররা।

ওই টুর্নামেন্টের পরে বিশ্রাম নেয়ার সুযোগ নেই জাতীয় দলের কোচ জেমি ডে’রও। এরপরেই লিগের মাঝেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হতে হবে তাকে। ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেবে নিজেদের পঞ্চম ম্যাচে।

সব মিলে ব্যস্ত সূচিতে আছে ফুটবলাররা। দম নেয়ার ফুরসত থাকবে না। কঠিন কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে সবসময়ের মতো ‘কুল’ জেমি ডে, ‘একজন ফুটবলারকে অনেক চ্যালেঞ্জই নিতে হবে। তবে ভাল লাগার বিষয় খেলোয়াড়রা অনেকগুলো টুর্নামেন্ট পাবে। নিজেদের আরও পোক্ত করার সুযোগ পাবে। অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবে।’

লিগের মধ্যেই ব্যস্ত থাকতে হবে ফুটবলারদের। সামনে ক্লাবের জার্সি খুলে লাল-সবুজ জার্সিতে তিন চ্যালেঞ্জে ব্যস্ত থাকতে হবে ফুটবলারদের।

এসএ গেমস জামাল ভূঁইয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ বিশ্বকাপ বাছাই লাল-সবুজ জার্সি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর