Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় লিগের শিরোপা পুনরুদ্ধার খুলনার


১৯ নভেম্বর ২০১৯ ১৫:৩৫

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক মৌসুম পরে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে খুলনা বিভাগ। এবারের মৌসুমের ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয় লাভ করেছে খুলনা আর ড্র করেছে বাকি তিন ম্যাচে।

নিজ ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নুরুল হাসান সোহান। ঢাকার তৈবুর রহমানের শতক এবং আব্দুল মজিদের ৬৬ ও অধিনায়ক শুভাগত হোমের ৬০ রানে ২৭৯ রানে অল আউট হয়। খুলনার হয়ে আব্দুল হালিম তুলে নেন ৫ উইকেট আর ৪টি উইকেট নেন জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়কের অপরাজিত ১৫০ এবং আনামুল হক বিজয়ের ৫০ রানে ৩৭৯ রানে অল আউট হয় খুলনা। ঢাকা বিভাগের হয়ে ৫ উইকেট তুলে নেন শুভাগত হোম। দ্বিতীয় ইনিংসে ১০০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে ঢাকা। এবার জিয়াউর রহমানের বোলিং তোপের মুখে পড়ে ঢাকা বিভাগের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৪ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন জিয়াউর।

দ্বিতীয় ইনিংসে রকিবুল হাসান ৯৯, মোহাম্মদ আরাফাত ৫৩ এবং অধিনায়ক শুভাগত হোমের ৪২ রান ছাড়া ব্যর্থ হন বাকিরা। আর এতেই ঢাকা বিভাগ অল আউট হয় মাত্র ২১৬ রানে। খুলনার সামনে ১১৭ রানের মামুলি লক্ষ্য। আর চতুর্থ দিনে আনামুল হক বিজয়ের ৭৯ এবং অমিত মজুমদারের ৩৩ রানে মাত্র ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে।

এই ম্যচের ওপরেই নির্ভর করছিল চলতি জাতীয় ক্রিকেট লিগের শিরোপা। এই ম্যাচে কেবল ড্র করলেই শিরোপা জিতে নিত খুলনা। আর ঢাকা বিভাগকে শিরোপা জিততে হলে জিততে হতো ম্যাচ। তবে ঢাকাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে শিরোপা জয় করে নিয়েছে খুলনা।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ৪৬০ রান করে খুলনার সর্বোচ্চ রান সংগ্রাহক আনামুল হক বিজয়। আর ৩১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আব্দুর রাজ্জাক।

এনসিএল খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ জাতীয় ক্রিকেট লিগ শিরোপা জয়

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর