আরাফাত জুনিয়রকে প্রথমে ধাক্কা দিয়েছিলেন পেসার শহীদ
১৯ নভেম্বর ২০১৯ ১৭:০৮
ম্যাচ চলাকালীন মাঠে আরাফাত সানি জুনিয়রকে চড়-থাপ্পড় মারায় ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পেসার শাহাদাত হোসেন রাজিব। কিন্তু ওই ঘটনার শুরুটা করেছিলেন ঢাকা বিভাগের আরেক পেসার মোহাম্মদ শহীদ।
অভিযোগ উঠেছে, গত রোববার (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন আরাফাত সানি জুনিয়রকে প্রথমে ধাক্কা দেন মোহাম্মদ শহীদ। এরপর তেঁড়ে এসে তার গায়ে হাত তোলেন শহীদ সতীর্থ শাহাদাত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটির রিপোর্টে বিষয়টি উঠে এসেছে। ফলে ওই ঘটনায় শহীদকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
তবে টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, শৃঙ্খলা ভঙ্গের শাস্তি শুধুই জরিমানা হতে পারে না।
তার মানে ধরে নেয়াই যায় যে, শহীদের জন্যও বড় শাস্তি অপেক্ষা করছে।