Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ


২০ নভেম্বর ২০১৯ ১৪:০৩

ইন্দোর টেস্টে দ্বাদ্বশ ব্যাটসম্যান হিসেবে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। সেই চোট থেকে সেরে উঠতে পারেননি এখনও। আঙুলের যে অবস্থা তাতে ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠেয় ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট নাগাদ সুস্থ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। পুরোপুরি সেরে উঠতে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এমতাবস্থায় তাকে বাদ দিয়েই গোলাপি বলের এই টেস্ট ম্যাচের পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফ হাসানের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

তাদের ভাষ্যমতে, ‘ইন্দোরে ভারতের বিপক্ষে ১ম টেস্টে দ্বাদশ ব্যক্তি হিসেবে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন সাইফ হাসান। চোট এখনও সেরে ওঠেনি। মেডিকেল টিমের দেওয়া তথ্যমতে, সেরে উঠতে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তার ইনজুরির বিষয়টি বিবেচনায় এনে মেডিকেল টিম জানিয়েছে, এই ম্যাচটি তিনি খেলতে পারবেন না।‘

আগামি ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে বিরাট কোহলির ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের শেষটিতে মুখোমুখি হবে মুমিনুল হকের বাংলাদেশ।

ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শিবির।

২য় টেস্ট ইডেন গার্ডেনস ইনজুরি কলকাতা টেস্ট টপ নিউজ দিবারাত্রির টেস্ট ভারত বনাম বাংলাদেশ সাইফ হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর