Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য


২১ নভেম্বর ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৩:১১

ইমার্জিং এশিয়া কাপের বিগত তিন আসরের একটিতেও শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের। প্রতিটি আসরেই বিদায় নিতে হয়েছে নক আউট পর্ব থেকেই। সুবর্ণ সেই সুযোগটি আবার এসেছে। আফগানিস্তানকে হারাতে পারলেই কেল্লাফতে! প্রথমবারের মত উঠা হবে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে। আর সেই মিশনে নাজমুল হোসেন শান্তদের প্রয়োজন মাত্র ২২৯ রান।

দ্বিতীয় সেমি ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে আফগানরা সংগ্রহ করেছে ২২৮ রান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চলে যায় ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। দলের এহেন দূর্যোগে হাল ধরেন মিডল অর্ডার দারভিস রাসুলি। ১২৮ বলে তার ১১৪ রানের ঝলমলে ইনিংসে দলটি ২২৮ রান তুলতে সমর্থ্য হয়।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে লোয়ার মিডল অর্ডার ওয়াহেদউল্লাহ শফিকের ব্যাট থেকে। আর টেলএন্ডার তারিক স্ত্যানিকজাই ২৭ বলে করেছেন ৩৩ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। দুজনই ৩ টি করে উইকেট শিকার করেছেন।তানভির আহমেদের শিকার ২টি।

আফগানিস্তান ইমার্জিং এশিয়া কাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর