পাঁচজনের তিনজনই ফিরেছেন শূন্যতে
২২ নভেম্বর ২০১৯ ১৪:৪১
কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে অভিষেক ঘটেছে বাংলাদেশ এবং ভারতের। ইডেনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টাইগারদের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নামেন ইমরুল কায়েস এবং সাদমান ইসলাম। তবে শুরুতেই উইকেট হারিয়ে দিশেহারা টাইগার শিবির।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারের প্রথম ইমরুলের বিরুদ্ধে বলে কট বিহাইন্ডের আবেদন করেন বোলার ইশান্ত শর্মা। আম্পায়ার আউট দিলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইমরুল। রিভিউতে দেখা যায় বল ইমরুলের ব্যাট নয় ছুঁয়েছে থাই প্যাড। এ যাত্রায় তাই রক্ষা পান চার রানে ব্যাট করতে থাকা ইমরুল। তবে এই ওভারেরই তৃতীয় বলে এলবি’র আবেদন ভারতের। এবারেও আঙুল তুলে আউট বলে দিলেন আম্পায়ার। এবারেও রিভিউ নিলেন ইমরুল। তবে এবার আর রক্ষা পাননি। ইশান্তের বলে চার রান করে দলীয় মাত্র ১৫ রানেই সাজঘরে ফিরতে হয়েছে ইমরুলকে।
পরের ওভারে আরও ভয়ংকর হয়ে আসে ভারতীয় পেসাররা। বলে তুলে নেন মোহাম্মদ শামি তাকে খেলছেন সাদমান। ওভারের দ্বিতীয় বলে আবারও কট বিহাইন্ডের আবেদন ভারতের। তবে এবার অনড় আম্পায়ার আউট নন বলে! বাধ্য হয়ে রিভিউ নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। রিভিউতে দেখা মিলল বল ছুঁয়ে গেছে থাই প্যাডে। আর তাতেই ১০ রানে ব্যাট করতে থাকা সাদমান বেঁচে যান।
ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে উমেষ যাদবের বলে রানের খাতা না খুলেই ফিরে যান টাইগার অধিনায়ক মুমিনুল হক। স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা দারণ এক ক্যাচ নেন। এরপর উইকেটে আসেন মোহাম্মদ মিঠুন। ওই ওভারেরই তৃতীয় বলে হাঁটেন অধিনায়কের দেখানো পথে। মিঠুনও আউট হন শূন্য রানে। আর তাতেই ১১ ওভারে মাত্র ১৭ রান তুলতেই নেই তিন টপ অর্ডার ব্যাটসম্যান।
এক ওভারে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে টাইগার শিবির। উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে হতাশ করলেন দলের সেরা এবং সব থেকে অভিজ্ঞ মুশফিকও। ১২তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে শূন্যতেই ফেরেন মুশি। আর দলীয় সংগ্রহ ৪ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান।
চার উইকেট হারিয়ে যখন ধুঁকছে টাইগাররা তখন সাদমানের ব্যাটে ভর করে কিছুটা স্বপ্ন বুনছিল টাইগার সমর্থকরা। তবে ইনিংসের ১৫তম ওভারে উমেষ যাদবের তৃতীয় শিকার হয়ে ফেরেন সাদমানও। ব্যক্তিগত ২৯ রানে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই ওপেনার। সাদমান যখন ফিরে যান দলীয় রান তখন ৫ উইকেট হারিয়ে ৩৮।
ইডেন টেস্ট টপ নিউজ দিবারাত্রির টেস্ট দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম ভারত ব্যাটিং বিপর্যয়