Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে না থেকেও নামলেন মেহেদী মিরাজ


২২ নভেম্বর ২০১৯ ১৭:১৩

চলছিল ম্যাচের ২২ তম ওভার। বল করছিলেন ইশান্ত শর্মা। উইকেটে ছিলেন লিটন দাস। দলের বাকিরা  যখন আসা যাওয়ার মিছিলে সামিল, সে সময় দলের হাল ধরতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লিটন দাস।

কিন্তু বিপত্তি বাঁধে ওভারের ৪র্থ বলে। ইশান্ত শর্মার বাউন্সার সরাসরি আঘাত হানে লিটনের হেলমেটে। যার কারণে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই ব্যাটসম্যানের।

এরপর উইকেটে নামেন এবাদত। তিনিও ফেরেন ব্যাক্তিগত এক রানে।

ঘটনাটা ঘটে এরপরই। বাংলাদেশের একাদশে না থাকা একজন খেলোয়াড়কে নামায় বাংলাদেশ। তিনি আর কেউ নন। মেহেদী মিরাজ। লিটনের বদলী হিসেবে আইসিসির কনকাশন নিয়মে মাঠে নামেন তিনি।

miraj

ইডেন গার্ডেনস গোলাপি বলের টেস্ট বাংলাদেশ ভারত টেস্ট মেহেদি মিরাজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর