Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরেই জয়ের স্বাদ পেলেন নেইমার


২৩ নভেম্বর ২০১৯ ০৯:৪৬

ফ্রেঞ্চ লিগে লিলেকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো পিএসজি। ৬ সপ্তাহ পর চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা খেলোয়াড় নেইমার। তবে পাননি গোলের দেখা।

দু দলের শেষ দেখা হয়েছিল চলতি বছর এপ্রিলে। নেইমারহীন সেই ম্যাচে ফ্রেঞ্চ জায়ান্টরা লিলের মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েহিল। সেই স্মৃতি নিয়ে ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া ছিল স্বাগতিকরা।

শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে টুখেল শিষ্যরা। তবে সেই চাপের বেশ ভালই জবাব দিচ্ছিল লিলে। ম্যাচের ১৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন ইকার্দি। ইদ্রিসা গানার দুর্দান্ত এক পাসে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

এরপর ৩১ মিনিটে জার্মান মিডফিল্ডার জুলিয়ানের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-০ তে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নেইমার এমবাপেদের।

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শির্ষে রয়েছে পিএসজি। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে লিলে।

ইকার্দি ডি মারিয়া নেইমার নেইমার এমবাপে পিএসজি ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর