Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাখে হেলমেট, মারে কে!


২৪ নভেম্বর ২০১৯ ১৯:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশ। ভারতের দুর্দান্ত পেসের কাছে নাজেহাল হয়ে ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস এবং ৪৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

ভারতীয় পেসারদের বাউন্সেও নাজেহাল ছিলেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। পুরো ম্যাচ জুড়েই ছিল মমিনুলদের হেলমেটে বল আঘাতের দৃশ্য।

বাংলাদেশের এই দুর্দশার চিত্রগুলোকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ। বাংলাদেশী ব্যাটসম্যানদের বাউন্সার সামলানোর মুহূর্তের ছবিগুলো দিয়ে চালাচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে মিঠুনের বাউন্সার হেলমেটে গিয়ে লাগার মুহূর্তের ছবি প্রকাশ করা হয়। যার শিরোনাম ছিল ‘রাখে হেলমেট, মারে কে!’ তবে কলকাতা পুলিশ বলছে কলকাতাবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। কিন্তু আসলে বাংলাদেশী ব্যাটসম্যানদের বিদ্রুপ করা হয়েছে না আসলেই প্রচারণার একটি পন্থা সেটি এখনও পরিস্কার নয়।

বিজ্ঞাপন

ইডেন টেস্ট কলকাতা পুলিশ গোলাপি বলের টেস্ট ট্রাফিক সচেতনতা বাংলাদেশ ভারত সচেতনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর