Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন টেস্টের টিকেটের টাকা ফেরত দিচ্ছে সিএবি


২৫ নভেম্বর ২০১৯ ১৯:৫০

ঐতিহাসিক গোলাপি বলের টেস্টকে ঘিরে ব্যাপক উন্মাদনায় ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। যার প্রমাণ মিলে ম্যাচের বেশ কিছুদিন আগেই টিকেট সংকটের ঘটনায়। এক ধাক্কায় বিক্রি হয়ে গিয়েছিল প্রথম চার দিনের টিকেট। ৫ দিনের ম্যাচের সব দিনের টিকেটই বিক্রি হয়ে গিয়েছিল।

তবে বিপত্তি বাঁধে তখনই যখন ভারত সোয়া দুই দিনে ম্যাচ শেষ করে দেয়। ফলে শেষ দুইদিনের খেলা থেকে বঞ্চিত হয় দর্শকরা। তখনই গুঞ্জন উঠে শেষ দুইদিনের টিকেটের টাকা ফেরত দিতে।

বিজ্ঞাপন

সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানান, যেহেতু এই টেস্টে দিন হিসেবে টিকেট বিক্রি করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা শেষ দুইদিনের টাকা ফেরত পেতে পারেন। যদি দিন হিসেবে না বিক্রি করে পুরো ম্যাচ হিসেবে টিকেট বিক্রি করা হত তখন আর এই অর্থ ফেরত পাবার সম্ভাবনাই ছিল না।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিএবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে তারা শেষ দুই দিনের টিকেটের মূল্য ফেরত দেবেন দর্শকদের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ দুই দিনের টিকিটের মূল্য ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন ট্র্যানজ্যাকটরদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

দিবা রাত্রির টেস্টের সকল কার্যক্রম সম্পন্ন করে সোমবার (২৫ নভেম্বর) সিএবি বন্ধ ছিল। অফিস খোলার সাথে সাথেই অফলাইনে টিকিট ক্রেতাদের মূল্য ফেরতের কাজও শুরু হবে। যেহেতু এই টেস্টের শেষের দুদিন কোনো খেলাই হয়নি তাই ওই দুদিনের টিকিট যারা কেটে ছিলেন তাদের মূল্য ফেরত দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, প্রথমবারের মত ভারত শুক্রবার (২২ নভেম্বর) গোলাপি বলে দিবা রাত্রির টেস্ট খেলতে বাংলাদেশের বিপক্ষে  ইডেন গার্ডেনসে মাঠে নামে। প্রায় একতরফা সেই টেস্ট ভারত সোয়া দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতে নেয়।

বিজ্ঞাপন

কলকাতা টেস্ট গোলাপি বলের টেস্ট দিবা-রাত্রির টেস্ট বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর