Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের টেস্ট দল নিয়ে ভাবতে হবে: পাপন


২৫ নভেম্বর ২০১৯ ১৯:৫৪

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টে কী দৈন্য ব্যাটিংই না উপহার দিল বাংলাদেশ! ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক ছিল না, ছিল না উইকেটে থাকার নুন্যতম মানসিকতাও। শটস সিলেকশনেও নিদারুণ ভুলে ভরা। আর কলকাতা টেস্টের কথাতো বলাই বাহুল্য। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেষ যাদবদের বাউন্সারে রীতিমতো থরোহরিকম্প হয়ে উঠেছিল গোটা টাইগার শিবির। নামান্তরে যা উপহার দিয়েছে সোয়া দুই দিনে হার। সাদা পোষাকে ১৯ বছর কাটিয়ে দেওয়ার পরেও ব্যাটসম্যানদের এমন ব্যাটিং দেখে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং তারা সিদ্ধান্তে পৌঁছেছেন, বাংলাদেশের টেস্ট দলটিকে নিয়ে নতুন করে ভাববেন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) কলকাতা থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে একথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সমস্যা তো অবশ্যই আছে। আমরা জানি না তা কিন্তু না। আমরা ভেবেছিলাম এতদিনে কিছু পরিবর্তন আসবে। কিন্তু আসেনি। সেজন্য অবশ্যই আমাদের টেস্ট দল নিয়ে ভাবতে হবে।‘

কলকাতা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং নিয়ে বিষাদগার করে বিসিবি বস আরো বলেন, ‘আমার কাছেও খুব আশ্চর্য্য লেগেছে সবার মতোই। বিশেষ করে প্রথম ইনিংসের ব্যাটিংটা যদি বলেন। ব্যাটিংয়ের যে অবস্থা দেখলাম আমরা সত্যিই অবাক হয়েছি। হারের কারণে অবাক হইনি কারণ খেলায় হার জিত থাকতেই পারে সেটা ব্যাপার না। কিন্তু মাত্রই টি-টোয়েন্টি খেলে আসলাম ওদের বিপক্ষে। আমার কখনও মনে হয়নি আমাদের ব্যাটিংয়ের অবস্থা এমন হবে। বিশেষ করে যারা আমাদের সিনিয়র প্লেয়ার আছে, তারা থেকে শুরু করে সকলেই মনে হচ্ছে ঘাবড়ে গেছে। ভয় পাওয়াটা এতদিন দেখিনি। ৪-৫ বছর আগেও সাহস নিয়ে খেলতাম। এবার কেন জানি মনে হচ্ছে ভয় পাচ্ছে। সেটা একটা কারণ হতে পারে। তারপরও সব দিক বিবেচনা করে বললে আমি বলব এটা হতাশার ছিল।‘

পাপনকে আরও বিস্মিত করেছে টস জেতার পরে অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত। কেননা ম্যাচের দিন পাপন বলেছিলেন টস জিতলে বোলিং নিতে। সেখানে মুমিনুল কিনা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন!

‘আমি আগেই বলেছি, টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা আমাকে অবাক করেছে। কারণ আমি আগের দিন দলের সাথে বসেছি। অধিনায়ক, কোচের সাথে কথা বলেছি। ওরা বলেছে অবশ্যই আমরা টসে জিতলে ফিল্ডিং নিব। এটাই ছিল সিদ্ধান্ত। ওদের যে বোলিং আক্রমণ আমরা তো জানিই বিশ্বসেরা। সেটা হতেই পারে। আমরা টস হারলেও তো আমাদের ব্যাটিং দিতে পারত।‘

বিজ্ঞাপন

তবে শুধুই ভুল ব্যাটিং নয়। কোহলিদের বিপক্ষে শেষ টেস্টটি ইনিংস ও ৩০ রানের হারে ইনজুরিকেও কাঠগড়ায় দাঁড় করালেন বিসিবি সভাপতি।

‘দ্বিতীয় কারণটি ছিল ইনজুরি। ইনজুরিটা আমাদেরকে ভালই ভুগিয়েছে। কারণ আপনি যদি দেখেন যে প্রথম ইনিংসে কিছুটা ভাল খেলছিল লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও মোটামুটি খেলছিল, ইনজুরড হয়ে গেল। ওর বদলি আমরা নিলাম। কিন্তু যাকে নামানোর কথা ছিল (সাইফ হাসান) নামাতে পারিনি। সেদিক দিয়ে চিন্তা করলে আমাদের দুজন কনকাশনের জন্য রিপ্লেস করতে হলো এখানে একটা ক্ষতি হয়ে গেছে। তারপরেও যেসব বলে যেভাবে আউট হয়েছে.. কয়েকটা আউট দেখতে এত বিশ্রী ছিল।‘

শেষমেষ পাপন বললেন টেস্ট ক্রিকেটে অব্যাহত হতশ্রী পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে অচিরেই স্বল্প ও দীর্ঘ্য মেয়াদে পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি।

‘আমরা এটা নিয়ে ভাবছি। এটা নিয়ে সত্যি সত্যি একটা পরিকল্পনা করেছি যেটা আপনারা দুই তিন মাসের মধ্যে দেখেবেন টেস্টে এই ধরনের পরিস্থিতি ফেস করতে আমরা লং টার্ম ও শর্ট টার্ম পরিকল্পনা করেছি। আমার মনে হয় এটা ব্যাটিংয়ে কাজে দেবে।‘

ইডেন টেস্ট টেস্ট টেস্ট নিয়ে পরিকল্পনা বাংলাদেশ বাংলাদেশ বনাম ভারত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্যাটিং বিপর্যয়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর